গিগাবাইটের নতুন গ্রাফিক্স কার্ড ও মাদারবোর্ড

প্রকাশ : ২৭ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি প্রতিবেদক

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাংলাদেশের বাজারে এনেছে গিগাবাইট ব্রান্ডের জিফোর্স আরটিএক্স ৪০৭০ টিআই সিরিজের গ্রাফিক্স কার্ড ও বি৭৬০ সিরিজের মাদারবোর্ড। ২১ মার্চ রাজধানীর লেকশোর হোটেলে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মাদারবোর্ড ও গ্রাফিক্স কার্ডগুলো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে নতুন পন্যের মোড়ক উন্মোচন করেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন, গিগাবাইটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র ডেপুুটি ম্যানেজার এলান সু ও গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা জোতিকা জ্যোতি। সারাদেশের শীর্ষ ব্যবসায়িক পার্টনারদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে আরটিএক্স ৪০৭০ টিআই সিরিজের ৯টি মডেলের গ্রাফিক্স কার্ড অফিশিয়ালি বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে ৩টি মডেলের গ্রাফিক্স কার্ড এরই মধ্যে বাজারে ছেড়ে দেওয়া হয়েছে, যেগুলোর দাম ১,৩০,০০০ টাকা থেকে ১,৩৬,০০০ টাকা। এ ছাড়া বি৭৬০ সিরিজের ৪১টি মডেলের মাদারবোর্ড বাজারে ছাড়ার ঘোষণা এসেছে।