ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জিমেইল ডকসসহ গুগলের অন্যান্য অ্যাপেও আসছে এআই ফিচার

জিমেইল ডকসসহ গুগলের অন্যান্য অ্যাপেও আসছে এআই ফিচার

জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ফিচার আনার ঘোষণা দিয়েছে গুগল। টেক জায়ান্টটির ডকস, শিট ও জিমেইলসহ বিভিন্ন ওয়ার্কস্পেস অ্যাপে ফিচারগুলো আসবে। এ ফিচারগুলোর মধ্যে থাকবে ব্যবহারকারীর বুলেট পয়েন্ট বুঝে স্বয়ংক্রিয়ভাবে ই-মেইল তৈরি, স্লাইড প্রেজেন্টেশনের জন্য এআই ইমেজারি, অডিও এবং ভিডিও তৈরি করার সুবিধা ইত্যাদি। সংবাদমাধ্যম ভার্জ তাদের প্রতিবেদনে জানিয়েছে, এআই’র এ প্রতিযোগিতায় অংশ নিতেই মূলত গুগলের এই আয়োজন। তবে এর সবগুলো টুল কবে টেস্টার বা জনসাধারণের জন্য উন্মুক্ত হবে; তা এখনও নির্দিষ্ট করে জানায়নি প্রতিষ্ঠানটি। তবে এ বছরের শেষ নাগাদ এগুলো আসবে বলে ধারণা দিয়েছে সংবাদমাধ্যমটি। ভার্জ আরও জানায়, অন্যান্য ফিচারের তুলনায়, রাইটিং এবং ব্রেইনস্টর্মিং ফিচার দুটো সবচেয়ে কার্যকর হবে বলে ধারণা করা যাচ্ছে। গুগল তার ফাংশনকে প্রেস রিলিজ তৈরিতেও ব্যবহার করবে। বুলেট পয়েন্ট দিলেই ড্রাফট তৈরি করে দেবে। কাস্টমারের জন্য ব্যক্তিগত মেইল তৈরিতে বিভিন্ন বুলেট পয়েন্ট এবং অনেক বড় চেইন মেইলকে সারসংক্ষেপ করে কাজে লাগানোর ডেমো দেখিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত