উইন্ডোজের জন্য নতুন ডেস্কটপ ক্লায়েন্ট এনেছে হোয়াটসঅ্যাপ। এর কলিং ফিচারকে মোবাইলের সঙ্গে সমান করা হয়েছে। মেটার চিফ মার্ক জাকারবার্গ বলেন, নতুন এ অ্যাপে ভিডিও কলে এন্ড-টু-এন্ড এনক্রিপশন আনা হয়েছে। এ ছাড়া এখন থেকে একসঙ্গে আটজন ভিডিও কলে অংশ নিতে পারবে। আর অডিও কলে অংশ নিতে পারবে একসঙ্গে ৩২ জন।
হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়ানো হবে। সংবাদমাধ্যম এনগেজেট জানায়, কলিংয়ে উন্নত ফিচার যোগ করার পাশাপাশি আরও নতুন কিছু ফিচার আপগ্রেড করা হয়েছে এতে। এর মেসেঞ্জার একসঙ্গে একাধিক ডিভাইসের সঙ্গে যুক্ত থাকতে পারবে। এর সিনক্রোনাইজেশনকে আরও উন্নত করা হয়েছে যেন ব্যবহারকারী একসঙ্গে চারটা ডিভাইসের সঙ্গে যুক্ত করে তার কাজকে সহজ করে নিতে পারে। একাধিক ডিভাইসের সঙ্গে সিনক্রোনাইজ হওয়ার ফিচারটি প্রথম চালু হয় ২০২১ সালে। তখন ব্যবহারকারীকে অফলাইনে অথবা নিয়ারবাই থেকে ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল। এরপর হোয়াটসঅ্যাপ বুঝতে পারে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম এবং ভিন্ন ডিভাইস থেকে ব্যবহার করাটা ব্যবহারকারীদের জন্য বেশ প্রয়োজনীয়। উইন্ডোজ-১০-এর জন্য হোয়াটসঅ্যাপের প্রথম ন্যাটিভ অ্যাপ আসে ২০২২ সালে। এর পর গত জানুয়ারিতে ম্যাক’র জন্য আসে।