সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে গ্রামীণফোন ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজি (আইইউটি)। টেলিযোগাযোগ খাত ও শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের মধ্যে সহযোগিতা জোরদারের লক্ষ্যে এ এমওইউ স্বাক্ষরিত হয়। আইইউটি ও গ্রামীণফোনের পক্ষ থেকে এমওইউ-তে স্বাক্ষর করেন আইইউটির উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম ও গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দ তানভির হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সমঝোতা স্মারকের অংশ হিসেবে আইইউটির শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হবে। দেশের প্রযুক্তিবিষয়ক স্নাতকদের জন্য বিস্তৃত সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে এ পার্টনারশিপের অধীনে গ্রামীণফোনের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের বিভিন্ন সেশন নিবেন।
এসব সেশনের মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসরুমে শেখা থিউরি বাস্তব জীবন ও কর্মক্ষেত্রে প্রয়োগ সম্পর্কে জানতে পারবেন। এ ছাড়া শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন করে তুলতে ইন্টার্নশিপ ও ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম নিয়ে রোডশো আয়োজন করা হবে। এ পার্টনারশিপের অন্যতম লক্ষ্য হচ্ছে গবেষণা ও উন্নয়ন প্রকল্প এবং ব্যবসার ব্যবহারিক ক্ষেত্রসহ নানা বিষয়ে শিক্ষার্থীদের স¤পৃক্ততা ও অংশগ্রহণ বৃদ্ধি করা।