ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ইনস্টাগ্রাম প্রোফাইলে যুক্ত করা যাবে একাধিক লিংক

ইনস্টাগ্রাম প্রোফাইলে যুক্ত করা যাবে একাধিক লিংক

বিশ্বের অন্যতম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। এয়ারাদিন ছবি, ভিডিও শেয়ার করছেন। বিশেষ করে রিলস ভিডিও শেয়ারের কারণে জনপ্রিয় এই প্ল্যাটফর্মটি। এবার নতুন একটি ফিচার যুক্ত হচ্ছে ইনস্টাগ্রামে। যার মাধ্যমে এখন ব্যবহারকারীরা তাদের প্রোফাইলে যুক্ত করতে পারবেন একাধিক লিংক।

নতুন ফিচারের নাম দেওয়া হয়েছে ‘লিংকস ইন বায়ো’। এখন পর্যন্ত ইনস্টাগ্রামে ব্যবহারকারীরা তাদের প্রোফাইলে শুধু একটি লিংক যুক্ত করতে পারতেন। প্রোফাইলে একাধিক লিঙ্ক যুক্ত করতে চাইলে তৃতীয় পক্ষের অ্যাপের সাহায্য় নিতে হত। কিন্তু বর্তমানে আর তার প্রয়োজন পড়বে না। ইনস্টাগ্রামের নতুন ফিচার চালু হওয়ার পর প্রোফাইলে পাঁচটি লিংক যোগ করতে পারবেন।

চলুন জেনে নেওয়া যাক কাজটি কীভাবে করতে পারবেন-

প্রথমে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ইনস্টাগ্রাম খুলুন।

এরপর আপনার প্রোফাইলে যেতে নিচের ডানদিকে প্রোফাইল আইকনে ক্লিক করুন। স্ক্রিনের উপরে প্রোফাইল এডিট অপশনে ক্লিক করুন।

লিঙ্কটি সিলেক্ট করার পরে আপনার ওয়েবসাইটে ইউআরএল যোগ করতে ‘অ্যাড এক্সটারনাল লিংকস’-এ ক্লিক করুন।

এবার ‘অ্যাকসেপ্ট’ ট্যাপ করুন। এরপর সেভ করে রাখতে আবারও ‘অ্যাকসেপ্ট’-এ ক্লিক করুন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত