আবারও কর্মী ছাঁটাই করছে মেটা। চলছে এ ছাঁটাই প্রক্রিয়া। চাকরি হারাতে পারেন ফেইসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের অনেক কর্মী।
জানা গেছে, ভালো কর্মীগোষ্ঠী তৈরি করতে চাচ্ছেন মার্ক জুকারবার্গ। সেই লক্ষ্যেই নতুন করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেটা তাদের অধীনে থাকা সব প্রতিষ্ঠানের ম্যানেজারকে ইতোমধ্যে জানিয়ে দিয়েছে। এই ছাঁটাই কার্যকর হলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের অনেক কর্মচারি চাকরি হারাবেন। নতুন করে ছাঁটাইয়ের ফলে মেটার অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোর ৪ হাজার কর্মী চাকরি হারাতে পারেন। মূলত টেকনিক্যাল টিমের কর্মীদের চাকরি যেতে পারে।
এর আগে গত মার্চে ১১ হাজার কর্মীকে ছাঁটাই করেন মার্ক জুকারবার্গ। সেই রেশ না কাটতেই, আবারো কর্মী ছাঁটাই করতে চলেছে মেটা।
সম্প্রতি ম্যানেজারদের কাছে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, ছাঁটাইয়ের পর অবশিষ্ট কর্মীদের নিয়ে নতুন করে টিম গঠন করা হবে। পাশাপাশি অনেক কর্মচারীকে নতুন ম্যানেজারের অধীনে কাজ করার জন্য পুনরায় নিয়োগ করা হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, উত্তর আমেরিকার যে কর্মীরা বাড়ি থেকে কাজ করতে সক্ষম, তাদের বুধবার সে ভাবেই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নতুন নির্দেশিকা নিয়ে কাজ করার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়।