দেশে এসেছে ১০ থেকে ৩০ বছর মেয়াদি ইন্টারনেট প্যাক
প্রকাশ : ০১ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি প্রতিবেদক
দেশের মোবাইল ফোন অপারেটরগুলো ১০ থেকে ৩০ বছর মেয়াদি ইন্টারনেট প্যাকেজ নিয়ে এসেছে। অপারেটর ভেদে গ্রাহকরা নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে (রিচার্জ করে) দীর্ঘ মেয়াদে প্যাকেজগুলো ব্যবহার করতে পারবেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ২৫ এপ্রিল রাতে তার ভেরিফায়েড ফেইসবুক আইডি থেকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান। তিনি পোস্টে প্যাকেজগুলোর ছবি দিয়ে তাতে লেখেন, সকল অপারেটরের বিদ্যমান ডাটা প্যাক : সুদীর্ঘ সময়ের জন্য- আমরা এটাকে সীমাহীন বলি।
জানা গেছে, রবি ৩০ বছরের জন্য ৩টি প্যাকেজ, টেলিটক ১৩ বছরের জন্য ২টি প্যাকেজ, বাংলালিংক ও গ্রামীণফোন যথাক্রমে ১০ বছরের জন্য দুটি করে প্যাকেজ অফার করেছে।