অনলাইনে অর্ডার করা পণ্য সংগ্রহ করা যাবে মেট্রোরেলের স্মার্ট ডেলিভারি লকার থেকে
প্রকাশ : ০৩ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি প্রতিবেদক
রাজধানীর মেট্রোরেল স্টেশনে শিগগিরই চালু হতে চলেছে সম্পূর্ণ দেশের প্রযুক্তিতে নির্মিত ও পরিচালিত স্মার্ট ডেলিভারি লকার সেবা। এ স্বয়ংক্রিয় ডেলিভারি বক্সের মাধ্যমে মেট্রোরেল ব্যবহারকারীরা তাদের ই-কমার্স প্ল্যাটফর্মে অর্ডার করা পণ্যের ডেলিভারি কোনো ডেলিভারিম্যানের উপস্থিতি ছাড়াই শুধু স্মার্টফোনের মাধ্যমে ওটিপির দ্বারা মেট্রোরেল স্টেশনে স্থাপিত স্মার্ট লকার থেকে সংগ্রহ করতে পারবেন। এ লক্ষ্যে গত রোববার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে এটুআই এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এবং ডিএমটিসিএল-এর সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় এটুআই এমআরটি-৬-এর অন্তর্গত সব মেট্রোরেল স্টেশনের নির্দিষ্ট কিছু স্পেইস ডিএমটিসিএলের ভাড়া/ইজারা নীতিমালা ২০২৩ এ বর্ণিত শর্তাবলি মেনে বাণিজ্যিক ভিত্তিতে শর্তসাপেক্ষে ব্যবহার করবে। ইন্টারনেট-সংযোগভিত্তিক আইওটি প্রযুক্তি দেশের প্রথম এ স্মার্ট ডেলিভারি লকার সিস্টেমের অবকাঠামোর স্থাপন ও পরিচালনার জন্য ব্যবহার করা হবে। পর্যায়ক্রমে, নানাবিধ সরকারি সার্ভিসের পেমেন্ট এবং ই-টিকিটিং সার্ভিস সহজীকরণ ও ত্বরান্বিতকরণের কাজসহ বিভিন্ন সরকারি জরুরি সেবার সাশ্রয়ী ডেলিভারি নিশ্চিতকরণে এ স্পেসগুলো ব্যবহার করা হবে।