মুনাফা করেছে ফেইসবুক
প্রকাশ : ০৩ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি প্রতিবেদক
এ বছরের প্রথম কোয়ার্টার বা ৩ মাসে ৫ দশমিক ৭ বিলিয়ন ডলার লাভ হয়েছে ফেইসবুকের মূল প্রতিষ্ঠান মেটার। অসংখ্য ছাঁটাইয়ের পরে এবার আশানুরূপ লাভ হয়েছে বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যম বিবিসি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের কারণে এমন আশানুরূপ সাফল্য এসেছে। ফেইসবুকের মোট রেভিনিউ ছিল ২৮ দশমিক ৬ বিলিয়ন ডলার। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, আমাদের কমিউনিটি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। জাকারবার্গ তার বিনিয়োগকারীদের বলেন, বিলিয়ন সংখ্যক মানুষকে এআই এজেন্টের সঙ্গে পরিচিত করিয়ে দিতে পারলে সেটা কার্যকর এবং অর্থবহ হবে। বিবিসি জানায়, প্রতিষ্ঠানটি চাচ্ছে তাদের নিজেদের কাজে ব্যবহৃত জেনারেটিভ এআইকে ব্যবসায়িক রূপ দিতে। প্রযুক্তিতে এর ব্যবহারিক প্রয়োগ খুঁজতে গুগলের সঙ্গে যুক্ত হবে। কেননা এর ক্ষমতা সম্পর্কে খুব একটা পরিষ্কার ধারণা নেই এই ইন্ডাস্ট্রির। মেটা ফেইসবুকের এআই গবেষণাগার তৈরি করে ২০১৩ সালে। কিন্তু তারপরও এর বড় কোনো পথে অগ্রসর হয়নি প্রতিষ্ঠানটি। এদিকে জাকারবার্গ বলেন, এআই অবকাঠামো নির্মাণে আমরা খুব একটা দূরে নই। মেটার জেনারেটিভ এআই পণ্যগুলো যেমন যা মূহুর্তেই বাক্য বা গ্রাফিকস তৈরি করতে পারে তা আগামী কয়েক মাসেই চলে আসবে। ২০২৩ সালকে জাকারবার্গ ইয়ার অব ইফিশিয়েন্সি বলে ঘোষণা দিয়েছেন। প্রতিষ্ঠানটি মাত্র অল্প কয়েক মাসের ঘোষণায় বিশ হাজার কর্মী ছাঁটাই করেছে। ইনসাইডার ইনটেলিজেন্সের প্রিন্সিপাল অ্যানালিস্ট ডেবরা উইলিয়মসন বলেন, প্রতিষ্ঠানটি এ বছর আশার চেয়েও শক্তিশালী ফল পেতে যাচ্ছে।