ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাজারে এলো মোটো ই৩২ ও মোটো ই২২এস

বাজারে এলো মোটো ই৩২ ও মোটো ই২২এস

মোটোরোলার সঙ্গে চুক্তি হলো এডিসন গ্রুপের। এ চুক্তির আওতায় এখন থেকে মোটোরোলা এডিসন গ্রুপের মোবাইল ফোন ফ্যাক্টরি এডিসন ইন্ডাস্ট্রিজের মাধ্যমে হ্যান্ডসেট ম্যানুফ্যাকচারিং ও বাজারজাত করবে। একই সঙ্গে মোটোরোলা বাংলাদেশে তাদের নতুন দুটি স্মার্টফোন মোটো ই৩২ ও মোটো ই২২এস উদ্বোধন করে। ই সিরিজ মোটোরোলার সবচাইতে সাশ্রয়ী ও ফিচার সমৃদ্ধ স্মার্টফোন। ডিজাইন মিট পারফরম্যান্স স্লোগান সামনে রেখে হ্যান্ডসেট দুটি উদ্বোধন করা হয়। এগুলো ইকো ব্ল্যাক ও আর্কটিক ব্লু কালারে পাওয়া যাচ্ছে ১৫ হাজার ৯৯৯ ও ১৪ হাজার ৯৯৯ টাকায়। ফোন দুটির অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রোয়েড ১২। ৯০ মেগাহার্জ রিফ্রেশরেটের হ্যান্ডসেট দুটিতে আছে ৬.৫ ইঞ্চ আইপিএস এল সি ডি পাঞ্চ হোল ডিসপ্লে, যার রেজ্যুলেশন এইচডি প্লাস বা ৭২০দ্দ১৬০০। ২.৩ গিগাহার্জের পাওয়ারফুল ও পাওয়ার অ্যাফিসিয়েন্ট অক্টাকোর প্রসেসর মিডিয়াটেকের জি৩৭ ১২ ন্যানো মিটার চিপসেট, সঙ্গে আছে হাইপার ইঞ্জিন প্রযুক্তি। ৪ জিবি ডিডিআরফোর র‌্যামের সঙ্গে ইন্টারনাল স্টোরেজ আছে ৬৪ জিবি, যা এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ১ ট্যারাবাইট পর্যন্ত। পাওয়ারফুল চিপসেট থাকার কারণে এসফল্ট এইট, কল অফ ডিউটির মতো হাই ডিমান্ডিং গেমগুলো খেলা যাবে অনায়াসে। সুন্দর ছবি তোলার জন্য মোটো ই৩২ এবং মোটো ই২২এস ফোন দুটিতে যথাক্রমে আছে ৫০ মেগাপিক্সেল এবং ১৬ মেগাপিক্সেল এর এআই সমৃদ্ধ ডুয়াল রিয়ার পিডিএফ ক্যামেরা। দুটি ফোনের সেলফি ক্যামেরাতেই থাকছে ৮ মেগাপিক্সেল সেলফি শ্যুটার, যা দিয়ে তোলা যাবে প্রাণবন্ত সব ছবি। পাওয়ার ব্যাকআপ দিতে এতে আছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত