কিউকম ও পদ্মা ব্যাংকের মধ্যে চুক্তি
প্রকাশ : ০৫ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি প্রতিবেদক
ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ও পদ্মা ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির অধীনে কিউকমের পেমেন্ট গেটওয়ে পার্টনার হিসেবে পদ্মা ব্যাংক সহযোগিতা করবে এবং কিউকমের পেরোল ব্যাংকিং পার্টনার হিসেবে কাজ করবে। কিউকমের পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিপন মিয়া এবং পদ্মা ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার মো. ইমতিয়াজ উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন। কিউকমের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিপন মিয়া বলেন, এখন থেকে কিউকমের যে কোনো গ্রাহক পদ্মা ব্যাংকের গেটওয়ে ব্যবহার করে পণ্য ও সেবার অর্ডার করে নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য ও সেবা পেয়ে যাবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য ও সেবা না পেলে ব্যাংকের মাধ্যমে আবার টাকা ফেরত পাবেন। অনুষ্ঠানে পদ্মা ব্যাংক লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন এসভিপি রকিবুল ইসলাম চৌধুরী, ভিপি জুবায়ের ওয়াইজ ও এফভিপি মো. জাকারিয়া করিম। কিউকমের পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর অপারেশন কামাল উদ্দিন আহমেদ, হেড অব অপারেশন মো. রেজওয়ানুল হক।