উইমেন্স সুপার লীগ ফুটবলের বিনোদন পার্টনার হলো টিকটক

প্রকাশ : ০৫ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি প্রতিবেদক

ছোট ভিডিও তৈরির প্ল্যাটফর্ম টিকটক বাংলাদেশের উইমেন্স সুপার লীগের (ডাব্লিউএসএল) বিনোদন পার্টনার হিসেবে ঘোষণা করেছে। চলতি মে মাস থেকে পর্দা উঠছে এ ফুটবল লীগের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং কে স্পোর্টসের সহযোগিতায় দেশের প্রথম নারী ফ্র্যাঞ্চাইজি ফুটবল লীগের অফিসিয়াল পার্টনার হতে যাচ্ছে টিকটক। দক্ষিণ এশিয়ার প্রথম এ নারী ফ্র্যাঞ্চাইজি ফুটবল লীগ ‘উইমেন্স সুপার লীগ’ অনুষ্ঠিত হবে ঢাকা ও সিলেটে। এ লীগে চারটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে আর প্রত্যেক ফ্রাঞ্চাইজিতে থাকবে ১৮ খেলোয়াড়, এর মধ্যে ১৩ জন দেশি ও বিদেশি খেলোয়াড় থাকবে পাঁচজন। উইমেন্স সুপার লিগ (ডব্লিউএসএল) ও টিকটকের পার্টনারশিপের ফলে এখন থেকে হ্যাশট্যাগ #ডঝখইউ ব্যবহার করে ফ্যানরা একসঙ্গে ম্যাচের সব স্মরণীয় মুহূর্তগুলো শেয়ার করতে পারবেন। ম্যাচের আগে ও ম্যাচের পরের কনটেন্ট, এমনকি ম্যাচ হাইলাইট, ফুলবল সম্পর্কিত চ্যালেঞ্জগুলো দেশের ক্রীড়াপ্রেমীদের চেতনা ও আবেগের কেন্দ্রস্থল হয়ে উঠবে টিকটক। টিকটক ও ডব্লিউএসএলের এ পার্টনারশিপ নারীদের খেলাধুলার প্রচার ও বাংলাদেশের স্পোর্টস নিয়ে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুযোগ সৃষ্টির একটি উল্লেযোগ্য মাইলফলক। দক্ষিণ এশিয়ায় দেশের উইমেন্স ফ্র্যাঞ্চাইজি ফুটবল লীগ হিসেবে ডব্লিউএসএলের সঙ্গে, টিকটকের সহযোগিতা আরও বেশি মেয়ে এবং নারীদের খেলাধুলা করতে এবং বিশ্বব্যাপী প্ল্যাটফর্মে তাদের দক্ষতা প্রদর্শন করতে অনুপ্রাণিত করবে।