ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছে অপো

ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছে অপো

মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করছে অপো। ‘দ্য ইমাজিন আইএফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড’ শীর্ষক এ প্রতিযোগিতার গোল্ডেন অ্যাওয়ার্ড বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন ১,৬০,০০০ চীনা ইউয়ান এবং হ্যাসেলব্লাড ইমেজ ট্রেনিং ক্যাম্প ও আন্তর্জাতিক ফটোপ্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ। একইসঙ্গে চারজন সিলভার অ্যাওয়ার্ড বিজয়ী পাবেন ৬০,০০০ চীনা ইউয়ান। এ ছাড়া ১০ জন ব্রোঞ্জ অ্যাওয়ার্ড বিজয়ী পাবেন ২০,০০০ চীনা ইউয়ান। একইসঙ্গে সব বিজয়ী প্রশিক্ষণ ও প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করতে পার্টনার চ্যানেল অ্যাওয়ার্ড ও মান্থলি অ্যাক্টিভিটি অ্যাওয়ার্ডসহ ৮টি ক্যাটাগরির প্রত্যেকটিতে ৪টি করে ‘অনারেবল মেনশন’ ঘোষণা করা হবে। প্রতিযোগিতার জন্য বিস্তৃত অভিজ্ঞতা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফারদের সমন্বয়ে বিচারক প্যানেল তৈরি করেছে অপো। প্রতিযোগিতার ৮টি ক্যাটাগরি হলো- দ্য ডিসট্যান্ট ভিউ, পোর্ট্রেইট, নাইট সিনারি, কালারস, ল্যান্ডস্কেপ, দ্য টেস্ট অব মেমরিজ, লাইট অ্যান্ড শ্যাডো ও চ্যাপ্টার্স অব লাইফ। অপো ইমাজিন আইএফের অফিসিয়াল ওয়েবসাইট বা এর পার্টনার চ্যানেল ‘৫০০পিএক্স’ এর মাধ্যমে ২৫ জুলাই পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে। বিস্তারিত জানতে অপো ইমাজিন আইএফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করা যাবে। https://imagine-if.oppo.com/en/

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত