ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আপনার জন্য উপযুক্ত চাকরি খুঁজে দেবে এআই

আপনার জন্য উপযুক্ত চাকরি খুঁজে দেবে এআই

প্রযুক্তির উন্নতিতে এখন যুক্ত হয়েছে এআই। এআইয়ের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বর্তমানে চ্যাটজিপিটি। তবে চ্যাটজিপিটির কারণে অনেকের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। মানুষের কর্মসংস্থান দখল করছে এআই।

বিজ্ঞানী ও গবেষকদের মুখে শোনা যাচ্ছে সাবধানবাণী। এআই নিয়ে যখন সবাই চিন্তিত ঠিক তখনই এ প্রযুক্তিকেই চাকরিপ্রার্থীদের কল্যাণে লাগানোর সিদ্ধান্ত নিল মাইক্রোসফট মালিকানাধীন প্ল্যাটফর্ম লিংকডইন। চাকরিপ্রার্থীদের জন্য উপযুক্ত চাকরি খুঁজে বের করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। সেই চাকরিপ্রার্থী কোন চাকরির জন্য যোগ্য এবং কোন চাকরি তার জন্য উপযুক্ত তার সন্ধান দেবে এ প্রযুক্তি। সম্প্রতি এমনই একটি ফিচারের উপর কাজ করছে প্ল্যাটফর্মটি।

প্ল্যাটফর্মের এ ফিচারটি প্রার্থীদের নিজের বিষয়ে সঠিক বিবরণ লিখতে সাহায্য করবে, যা নিয়োগকর্তাকে পাঠাতে পারবে তারা এবং তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলবে। এ বিবরণ হবে সংক্ষিপ্ত এবং টু দ্য পয়েন্ট। যাতে নিয়োগ সংস্থার কাছে প্রার্থীর ভালো পরিচয় তৈরি হয়।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, একটি জেনারেটিভ এআইকে কাজে লাগিয়ে প্রার্থীর প্রোফাইল, নিয়োগকারীর প্রোফাইল, কাজের বিবরণ এবং আগ্রহের কোম্পানির তথ্য থেকে একটি পারসোনালাইজড ড্রাফট মেসেজ তৈরি করছে তারা, যা কথপোকথন শুরু করতে সাহায্য করবে।

চাকরিপ্রার্থীরা এ অ্যাপ্লিকেশন কাস্টমাইজ করতে পারবে। পাশাপাশি এআই দ্বারা তৈরি হওয়া ড্রাফট সঠিক তা রিভিউও করতে পারবে। যদি ব্যবহারকারী মনে করেন এটি তাদের ব্যক্তিত্বকে প্রতিফলন করছে তাহলে সেটি ফরওয়ার্ড করতে পারেন। এরই মধ্যে লিংকডইনের প্রিমিয়াম ব্যবহারকারীরা ফিচারটি ব্যবহার করতে পারছেন। এই ফিচারের ওপর আরও পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।

খুব শিগগির সব ব্যবহারকারী এ সুবিধা পাবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত