সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইনফোপারসেপ্টের পার্টনার হলো স্মার্টকম

প্রকাশ : ১৯ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি প্রতিবেদক

বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা সলিউশন ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইনফোপারসেপ্ট তাদের স্ট্র্যাটেজিক ডিসট্রিবিউশন পার্টনার হিসেবে বাংলাদেশে স্মার্টকম লিমিটেডের সঙ্গে চুক্তির করেছে। এ চুক্তির আওতায়, স্মার্টকম লিমিটেড বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানকে ইনফোপারসেপ্টের ইনভিনসেন্স সাইবার নিরাপত্তা সলিউশন ও সেবা প্রদান করবে। ইনভিনসেন্স একটি সাইবার নিরাপত্তা প্ল্যাটফর্ম যেটি আক্রমণাত্মক নিরাপত্তা (প্রতিষ্ঠানের ত্রুটি জানতে নিজস্ব সিস্টেমে আক্রমণ), প্রতিরক্ষামূলক নিরাপত্তা (সিস্টেম রক্ষা করার জন্য প্রতিষ্ঠানের প্রযুক্তি এবং লোকবল) এবং নিরাপত্তা নীতিমালা (প্রতিষ্ঠানের তৈরি করা সাইবার নিরাপত্তা কৌশল) নিয়ে কাজ করবে। এ ছাড়া যে কোনো আকারের প্রতিষ্ঠানকে ব্যাপক নিরাপত্তা প্রদানের জন্য প্ল্যাটফর্মটি পরিষেবা প্রদান করবে। স্মার্টকম লিমিটেডের সিইও হাসনাম মহসিন বলেন, বাংলাদেশে সাইবার হামলা বেড়ে চলছে। বাংলাদেশ ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সিআইআরটি)-এর একটি প্রতিবেদনে বলা হয়, র‌্যানসমওয়্যারকে সবচেয়ে বড় একটি ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশের শীর্ষ ১০টি বৃহত্তম সাইবার হুমকির মধ্যে রয়েছে ফিশিং, পরিচয় জালিয়াতি, ওয়েবভিত্তিক আক্রমণ, গোপনীয়তা লঙ্ঘন এবং ডেনাইয়াল অফ সার্ভিস। এমন পরিস্থিতিতে, অত্যাধুনিক সাইবার আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত থাকতে হবে।