যুক্তরাজ্যভিত্তিক মোবাইল টেলিযোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভোডাফোন প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানকে ‘সহজীকরণ’ করার পরিকল্পনার অংশ হিসেবে আগামী তিন বছর ধরে চলবে এ প্রক্রিয়া। সংবাদ মাধ্যম বিবিসির সূত্রে জানা যায়, যুক্তরাজ্যের হেডকোয়ার্টারসহ অন্যান্য দেশের অফিস মিলিয়ে মোট কর্মীর ১০ শতাংশের ওপরে দাঁড়ায় ওই সংখ্যা। চলতি বছর জানুয়ারিতে নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠানটির ফিন্যান্স ডিরেক্টর মার্গারিটা ডেলা ভ্যালে বলেন, পারফরম্যান্সে খুব একটা ভালো অবস্থানে নেই। প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই জার্মানি এবং ইটালিতে ছাঁটাইয়ের আউটলাইন করে ফেলেছে। ডেলা ভ্যালে আরও বলেন, প্রতিষ্ঠানটির ধারাবাহিকতা বজায় রাখতে এখানে অবশ্যই পরিবর্তন আনতে হবে। বিবিসির সূত্রে তিনি বলেন, আমার মূল অগ্রাধিকার হলো প্রতিষ্ঠানটির গ্রাহক, সহজীকরণ এবং উন্নয়ন। আমরা এ প্রতিষ্ঠানকে সহজীকরণ করব। প্রতিযোগিতায় পুনরুজ্জীবিত হতে আমরা সব জটিলতাকে দূর করব। বিবিসি আরও জানায়, প্রতিষ্ঠানটি পুরো বছরে কিছুটা অগ্রগতি এবং প্রি-ট্যাক্স প্রফিটে পতনের খবরের পরে ছাঁটাইয়ের ঘোষণা দেয়।