শুরু হয়েছে বিপিও সামিট

প্রকাশ : ২৪ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২৩ মে শুরু হয় বাংলাদেশে বিজনেস প্রসেসিং আউটসোর্সিং (বিপিও) সামিট। আজ নাটোরে এ সম্মেলন উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ২০ জুলাই পর্যন্ত সাতটি বিভাগে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিপিও সামিট শেষ হবে হোটেল ইন্টার কন্টিনেন্টালে ঢাকা সম্মেলনের মধ্য দিয়ে। গত রোববার ঢাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিজনেস প্রমোশন কাউন্সিলের (বিপিসি) নির্বাহী কর্মকর্তা মীর ফয়সাল খান, বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব মো. কামরুজ্জামান ভূঁইয়া, বিপিও জ্যেষ্ঠ সহসভাপতি মো. আবুল খায়ের, সহসভাপতি তানভীর ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তানজিরুল বাসার, অর্থ সম্পাদক পরিচালক আমিনুল হক। প্রতিবারের মতো এবারের বিপিও সামিটে থাকছে ক্যারিয়ার কাউন্সিল, সেমিনার ও চাকরি মেলা। এ মেলার মাধ্যমে শিক্ষার্থীদের ঢাকামুখী না করে নিজ গ্রামে কর্মসংস্থান নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিপিও খাতের ৩৫ শতাংশ কাজই হয় বিদেশি বাজারের জন্য। আর ৬৫ শতাংশ হয় দেশীয় বাজারের জন্য। এ বাজারের যোগ্য কর্মী গড়ে তুলতে বিপিও খাতে ৭ লাখ তরুণকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।