ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশে এলো অডিও এবং ওয়্যারেবল ব্র্যান্ড ‘বোট’

বাংলাদেশে এলো অডিও এবং ওয়্যারেবল ব্র্যান্ড ‘বোট’

ভারতের সবচেয়ে বৃহত্তম ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড ‘বোট’ দেশের বাজারে যাত্রা শুরু করল। বাংলাদেশে ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে ডিএক্স গ্রুপের সঙ্গে চুক্তি সাক্ষর করে বোট। চুক্তি অনুযায়ী ডিএক্স গ্রুপ দেশের একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউশন কোম্পানি হিসেবে রাজধানীসহ দেশের সব বিভাগীয় শহরে বোটের পণ্য পরিবেশন করবে। বোটের পণ্যগুলোর মধ্যে রয়েছে- টিডাব্লিউএস, স্মার্টওয়াচ, নেবকব্যান্ড, হেডফোন, স্পিকার, চার্জারসহ অনেক কিছু। ভারতের বাজারে ‘বোট’ তুমুল জনপ্রিয় একটি ব্র্যান্ড। বাংলাদেশের প্রযুক্তিপ্রেমীদের কাছেও ব্র্যান্ডটি জনপ্রিয় হবে বলে ডিএক্স গ্রুপ ও বোট কর্তৃপক্ষের আশা। বোটের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ মার্কেটিং অফিসার আমান গুপ্তা বলেন, ডিএক্স গ্রুপের সঙ্গে বোটের ডিস্ট্রিবিউশন পার্টনারশিপ বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ভোক্তাদের ডিজিটাল লাইফস্টাইল পণ্যনির্ভর চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ ডিএক্স গ্রুপের অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত