ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হোয়াটসঅ্যাপে ভুয়া কলে হয়রানির শিকার ভারতীয়রা

হোয়াটসঅ্যাপে ভুয়া কলে হয়রানির শিকার ভারতীয়রা

ভারতের হোয়টসঅ্যাপ ব্যবহারকারীরা আন্তর্জাতিক বিভিন্ন নম্বর থেকে আসা ভুয়া কলের শিকার হচ্ছেন। এতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, সেসব নম্বরকে ব্লক করে দিতে। সম্প্রতি ভারতের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এমন অনেক স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। বিবিসি জানায়, হোয়াটসঅ্যাপে ৪৮৭ মিলিয়ন ব্যবহারকারীর মধ্যে বেশিরভাগই ভারতের। ব্যবহারকারীরা বিভিন্ন ছবি অনলাইনে শেয়ার করে জানাচ্ছে, তাদের কাছে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আফ্রিকা থেকে ধারাবাহিক কল আসছে। এদের মধ্যে অনেকেই বলেন, গত কয়েকদিনে এ কলের মাত্রা অনেক বেড়ে গেছে। এনডিটিভি থেকে ব্যবহারকারীদের পরামর্শ দেয়া হয়, তরা যেন তাদের ব্যক্তিগত তথ্য শুধু তাদের কন্ট্যাক্টে থাকা ব্যক্তিদের কাছেই ভিজিবল করে রাখেন। হোয়াটসঅ্যাপের একজন মুখপাত্র টাইমস অব ইন্ডিয়াকে জানান, ব্যবহারকারীরা যদি এ নম্বরগুলোকে রিপোর্ট করেন, তাহলে তাদের জন্য ব্যবস্থা নিতে সহজ হবে। হোয়াটসঅ্যাপ জানায়, এর প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটি গত মার্চে ৪ দশমিক ৭ মিলিয়ন অ্যাকাউন্ট বাতিল করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত