লিংকডইনে কর্মী ছাঁটাই, চীনে বন্ধ হচ্ছে অ্যাপ

প্রকাশ : ৩১ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি প্রতিবেদক

এবার কর্মী ছাঁটাইয়ে নাম লেখালো লিংকডইন। প্রতিষ্ঠানটি তার ২০ হাজার কর্মীর মধ্যে ৭১৬ জনকে এ তালিকায় ফেলেছে। ব্যবসায়ভিত্তিক সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মটি ছাঁটাইয়ের পাশাপাশি তাদের চীনের অ্যাপও বন্ধ করে দিচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রায়ান রোজলানস্কি চিঠিতে জানান, প্রতিষ্ঠানটির অপারেশনকে একটি সঠিক প্রবাহে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবিসি জানায়, গত ছয় মাসে অ্যামাজন, মাইক্রোসফট এবং অ্যালফাবেটও কর্মী ছাঁটাই করেছে। রোজলানস্কি বলেন, ক্রেতাদের চাহিদা, বাজার ওঠাণ্ডনামা করায় এবং বাজারের পরিসর বৃদ্ধি পাওয়ায় তারা তাদের ভেন্ডরের সংখ্যাও বাড়াচ্ছেন। তিনি আরও জানান, এ ছাঁটাইয়ের কারণে নতুন ২৫০টি কর্মসংস্থানও তৈরি হবে।

বিবিসি জানায়, ২০২১ সালে চীন থেকে অনেকটাই উঠে আসার পরে অবশিষ্ট যে অংশটুকু ‘ইনক্যারিয়ার’ নামে ছিল তাও আগস্টের ৯ তারিখে বন্ধ হয়ে যাবে। ইনক্যারিয়ার শুধু চীনের বাজারে চালু ছিল। লিংকডইনের একজন মুখপাত্র বলেন, চীনে এটি বন্ধ হয়ে যাওয়ার পরে শুধু সেখানে প্রতিষ্ঠানগুলোতে কর্মী নিয়োগ এবং বাইরের দেশে প্রশিক্ষণের কাজ করবে।