মেসেজ লিখে দেবে গুগল
প্রকাশ : ৩১ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি প্রতিবেদক
ম্যাজিক কম্পোজ নামে নতুন একটি ফিচার এনেছে গুগল। এতে এআই’র মাধ্যমে টেক্সট মেসেজ লিখে দেবে গুগল। আপাতত ফিচারটির বেটা সংস্করণ অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ভার্জ। তবে এর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো- প্রথমে ২০টি মেসেজ গুগল তার নিজের সার্ভারে পাঠাবে সাজেশন জেনারেট করার জন্য। এমনকি ব্যবহারকারী যদি আরসিএস’র সঙ্গে এন্ড-টু-এন্ড এনক্রিপশনও ব্যবহার করে তারপরেও তা যাবে। বিষয়টি গুগল তার সাপোর্ট পেজে নিশ্চিত করেছে। এভাবে মেসেজের সঙ্গে ইমোজি, রিঅ্যাকশন এবং ইউআরএল সবই চলে যাবে, যেন এআই এগুলো ভালোভাবে পড়াশোনা করে সঠিক উত্তরটি তৈরি করতে পারে। গুগল আরও জানায়, এটি মেসেজের সঙ্গে কোনো রকম অ্যাটাচমেন্ট, ভয়েস মেসেজ এবং ইমেজ পাঠাবে না। তবে নোট বা ইমেজ ক্যাপশন এবং ভয়েস ট্রান্সক্রিপশন সম্ভবত পাঠানো যাবে।
তবে মেসেজের সঙ্গে যেহেতু এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু থাকবে, তাই প্রথম যে ২০টি মেসেজ গুগল তার নিজস্ব সার্ভারে নেবে, সেগুলো গুগলেরও কেউ পড়তে পারবে না। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জাস্টিন রেনডে বলেন, ম্যাজিক কম্পোজের মাধ্যমে যে ডাটাগুলো গুগল সার্ভারে যাবে- সেগুলো ধরে রাখা হবে না। ব্যবহারকারীকে উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গেই সেগুলো সার্ভার থেকে বের করে দেওয়া হবে। আর এটি ব্যবহার না করলে সার্ভারে কোনো মেসেজই যাবে না। ভার্জ জানায়, এআই ক্ষমতাসম্পন্ন এ ফিচারটি গুগল গত মাসে তার আই/ও ইভেন্টে দেখায়। বর্তমানে এটি চালু করা হয়েছে গুগল মেসেজের বেটা প্রোগ্রামে। যাদের কাছে এ ফিচারের একসেস আছে, তারা এখন মেসেজ কম্পোজারের পাশে একটি চ্যাট বাবল দেখতে পাবেন। সেখানে বিভিন্ন স্টাইলের প্রস্তাবিত উত্তর থেকে পছন্দ মতো বেছে নিয়ে— সেটা ব্যবহার করা যাবে। সম্প্রতি মাইক্রোসফটও এ ফিচার এনেছে বলে জানা যায়।