ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করা যাবে

হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করা যাবে

বিশ্বের জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। প্রতিদিন প্রায় কয়েক কোটি মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রাহকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আনছে। সম্প্রতি চ্যাট লক, মেসেজ এডিটসহ অনেকগুলো ফিচার যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে। এবার জানা গেল, ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করতে পারবেন বন্ধুদের সঙ্গে। হোয়াটসঅ্যাপে ভিডিও কল করার সময় স্ক্রিন শেয়ার করার অপশন পাবেন ব্যবহারকারীরা। গুগল মিটে এ সুবিধা রয়েছে। ভিডিও কলের জন্য গুগল মিট যথেষ্ট জনপ্রিয়। তাই এবার গুগল মিটকে টেক্কা দিতেই স্ক্রিন শেয়ারের অপশন চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে হোয়াটসঅ্যাপে ৩২ জন ব্যবহারকারী একসঙ্গে ভিডিও কলে যোগ দিতে পারেন। এরই মধ্যে অ্যান্ড্রয়েড অ্যাপের ২.২৩.১১.১৯ সংস্করণ ব্যবহারকারী কিছু বিটা পরীক্ষক এই নতুন স্ক্রিন শেয়ারিং ফিচারটি ব্যবহার করছেন। স্ক্রিন শেয়ারিং বোতামে ক্লিক করার পর, ভিডিও কলে স্ক্রিন শেয়ার করা শুরু করতে পারে। ফিচারটির মাধ্যমে স্ক্রিনশট অনুসারে শেয়ার করা কলের অংশবিশেষ রেকর্ডও করতে পারবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত