দেশের গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে গ্রামের জনগণের দোরগোড়ায় প্রয়োজনীয় সব আর্থিক সেবাসহ গুরুত্বপূর্ণ সেবা সহজে পৌঁছে দেবার লক্ষ্যে ‘ভিলেজ ডিজিটাল বুথ’ এর পাইলটিং কার্যক্রম শুরু করা হয়েছে। এসপায়ার টু ইনোভেট-এটুআই ও জয়তুন বিজনেস সলিউশনসের যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট গ্রামে বুথের পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার পাঁচটি এবং চট্টগ্রামের পাঁচটি গ্রামে পরীক্ষামূলকভাবে মোট ১০টি ভিলেজ ডিজিটাল বুথ স্থাপন করা হয়েছে। এ ভিলেজ ডিজিটাল বুথ থেকে স্মার্ট উপায়ে গ্রামের মানুষরা প্রয়োজনীয় সব আর্থিক সেবা, প্রবাসীর পাঠানো রেমিট্যান্স, ই-কমার্স, গ্রামের উৎপাদিত পণ্য অনলাইনে ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা, বিভিন্ন ব্যাংকিং সেবা, মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের সেবা, ব্যক্তিগত ও কৃষি লোন, বীমা (ইন্স্যুরেন্স) পলিসির আবেদন ও মাসিক প্রিমিয়াম জমা এবং টিকেটিংসহ অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।