দেশের বাজারে সাড়া ফেলেছে বেনকো এস ওয়ান
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি প্রতিবেদক
দেশের বাজারে পরিবেশকদের কাছে (ডিলার ও রিটেইলার) বেনকো প্রোডাক্টের চাহিদা ছিল অনেক। ফলে উৎপাদনের সব প্রোডাক্ট শেষ হয়ে যায় একদিনেই। বেনকো এস ওয়ান মডেলের এ ফোনে রয়েছে ৬.৮ ইঞ্চির এইচডি প্লাস মেগা পাঞ্চ হোল ডিসপ্লে, ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি, ১.৬ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর, এআই প্রযুক্তিসম্পন্ন তিনটি ব্যাক ক্যামেরা, মূল ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। এ ছাড়া রয়েছে ১.৬ ম্যাক্রোমিটারের বড় পিক্সেলের সেন্সর এবং কম আলোতে ৬০ শতাংশ পর্যন্ত বেশি আলোকিত ছবি দেওয়ার জন্য এফ/১.৭-এর বড় অ্যাপারচার। সামনের ক্যামেরার রয়েছে, একটি ২ক্রস ৪-ইন-১ সুপার-পিক্সেল সেন্সরসহ একটি ১৬ এমপি-এর সেলফি ক্যামেরা। এতে থ্রি-জি ও ফোর-জি নেটওয়ার্ক সুবিধা আছে। দুটো সিমকার্ডের পাশাপাশি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। নিরাপত্তার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস-আনলকের মতো ফিচার। আর চার্জিং ও কানেক্টিভিটির জন্য রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ১৮ ওয়াট ক্ষমতা সম্পন্ন ফাস্ট চার্জিং। এমারেলড গ্রিন ও জেমস্টোন ব্লাক দুইটি কালারে পাওয়া যাবে। দাম শুরু হবে ১২ হাজার ১৯৯ টাকা থেকে।