বাজারে এইচপি প্রোবুক ৪০০ সিরিজের ৪৪০ জি৯ মডেলের ল্যাপটপ

প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি প্রতিবেদক

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এলো এইচপি প্রোবুক ৪০০ সিরিজের ৪৪০ জি৯ মডেলের বিজনেস সিরিজের ল্যাপটপ। এটি ইন্টেলের দ্বাদশ প্রজন্মের একটি ল্যাপটপ। এর সিপিইউ কোর আই ফাইভ-১২৩৫ইউ যার ক্যাশ মেমোরি ১২ এমবি এলথ্রি। এতে রয়েছে ১০টি কোর এবং ১২টি থ্রেড যার বেজ ক্লক স্পিড ১.৩ গিগাহার্জ এবং বুস্ট ক্লক স্পিড ৪.৪ গিগাহার্জ পর্যন্ত পাওয়া যাবে। ল্যাপটপটিতে থাকছে উন্ডোজ ১১ হোম লাইসেন্স, ৫১২ জিবি এম ডট টু এনভিএমই এসএসডি এবং ইন্টেল আইরিস এক্স-ই গ্রাফিক্স কার্ড। ল্যাপটপটি ৩২০০ বাস স্পীডের ৮ জিবি ডিডিআর৪ র‌্যাম দেয়া থাকছে যা প্রয়োজনে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ল্যাপটপটির ডিসপ্লে ১৪ ইঞ্চি ডায়েগনাল ফুল এইচডি (১৯২০*১০৮০)। এটি আইপিএস, ন্যারো বেজেল, এন্টি-গ্লেয়ার এ ডিসপ্লেটি সম্পূূর্ণভাবে কর্পোরেট কাজের জন্য স্ট্যান্ডার্ড সাইজের ডিসপ্লে। এ ছাড়া ভিডিও কলিং এবং ভিডিও কনফারেন্সিং এর জন্য এতে রয়েছে ইন্টিগ্রেটেড এইচডি ৭২০পি ওয়েবক্যাম। ল্যাপটপটির বিক্রয় পরবর্তি সেবা থাকছে ৩ বছর। দাম ৯২,০০০ টাকা।