পিডিএফ ফাইল ডাউনলোডে সাবধান
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি ডেস্ক
প্রযুক্তিগত দিক থেকে আমরা যত বেশিই এগোচ্ছি ঠিক ততটাই বিপদটাও বাড়ছে। যেমন পিডিএফ ফাইলের মাধ্যমে অনেকেই হচ্ছেন প্রতারণার শিকার। তাই যেকোনো পিডিএফ ফাইল ডাউনলোড করার আগে সতর্ক হতে হবে। বিশেষ করে এই ৫টি কৌশল মেনে চললে বড় ধরনের বিপত্তিতে পড়বেন না।
স্ক্যান করুন : একটা পিডিএফ ফাইলের মধ্যে থাকতে পারে ম্যালওয়্যার ভাইরাস। যা আপনার কম্পিউটার এবং মোবাইলকে সংক্রমিত করতে পারে। তাই, কোনো পিডিএফ ফাইল ডাউনলোড করার আগে ভালো অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে তা স্ক্যান করে নিতে হবে।
পরিচিত সাইট থেকে পিডিএফ ডাউনলোড করুন : কোনো পিডিএফ ফাইল ডাউনলোড করার আগে আপনাকে নিশ্চিত করতে হবে, তা যেন বিশ্বস্ত সূত্র থেকে করেন। ইন্টারনেটে এমন অনেক পিডিএফ রয়েছে যেগুলো সব নিরাপদ নয়। অপরিচিত, অযাচিত ওয়েবসাইট থেকেই পিডিএফ ফাইল ডাউনলোড করা থেকে বিরত থাকুন।
যেখানে ক্লিক করছেন, তা নিয়ে সতর্ক থাকুন : আপনার কাছে আসা কোনো পিডিএফ ফাইলে কোনো লিংক থাকলে, সেটি ক্লিক করার আগে ভালো করে যাচাই করে নিন।
তার ইঙ্গিতটা আপনি পেয়ে যাবেন সেই পিডিএফ ফাইলে থাকা তথ্যের মধ্যেই। একমাত্র পিডিএফ ফাইলটি বিশ্বস্ত হলে তবেই আপনি ক্লিক করুন তাতে থাকা কোনও লিংকে।
ফিশিং অ্যাটাক সম্পর্কে জ্ঞান : এমন কোনো পিডিএফ ফাইলে ক্লিক করতে যাবেন না, যা আপনার ব্যক্তিগত তথ্য চেয়ে বসে। পাশাপাশি এক্সটার্নাল কোনো ওয়েবসাইটে নিয়ে যায়। এমন লিংকেও ক্লিক করা থেকে আপনার সতর্ক থাকা উচিত। ফিশিং অ্যাটাকের মাধ্যমে হ্যাকাররা আপনার স্পর্শকাতর এবং জরুরি তথ্য বাজারে ছড়িয়ে দিতে পারে।
লিংক এবং পপ-আপ নিয়ে বাড়তি সতর্কতা : এখন কোনো লিংক থেকে যদি আপনাকে পিডিএফ ফাইল ডাউনলোড করতে হয়, তাহলে তা নিয়েও সতর্ক হতে হবে। কম্পিউটার বা মোবাইল অনেক সন্দেহজনক লিংক এবং পরপর পপ-আপ বিজ্ঞাপন চলতে থাকে। সেই লিংকটি যে ম্যালিশিয়াস হতে পারে, তারই ইঙ্গিত হলো পপ-আপ বিজ্ঞাপনগুলো। প্রতারকরাও এই ধরনের লিংব ছড়িয়ে দেয়। যাতে ক্লিক করলে একটি দূষিত পিডিএফ ফাইল ডাউনলোড করে ফেলতে পারেন আপনি।