ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ফের ‘ট্রুকলার অ্যাপে’ আসছে কল রেকর্ডের সুবিধা

ফের ‘ট্রুকলার অ্যাপে’ আসছে কল রেকর্ডের সুবিধা

অপরিচিত নম্বরের তথ্য খোঁজার জন্য ট্রুকলার অ্যাপের জনপ্রিয়তা বিশ্বব্যাপী। একসময় এ অ্যাপে ফোনকল রেকর্ড করা গেলেও মাঝে তা বন্ধ হয়ে গিয়েছিল। ফলে ফোনকল রেকর্ডের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি কল রেকর্ডার অ্যাপের ওপর গ্রাহকদের নির্ভর করতে হতো। এতে ছিল সাইবার হামলার ঝুঁকি। তবে ফের ট্রুকলারে ফোনকল রেকর্ডের সুযোগ চালু হয়েছে। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে টেক ক্র্যাঞ্চ। নতুন এ সুবিধা চালুর জন্য নিজেদের অ্যাপের ডায়াল বক্সের মধ্যে রেকর্ড বাটন যুক্ত করেছে ট্রুকলার। ফলে নির্দিষ্ট নম্বরে কল করা বা কল রিসিভের সময় রেকর্ড বাটনটিতে ক্লিক করলেই কথোপকথন রেকর্ড হতে থাকবে। রেকর্ড করা তথ্য ট্রুকলারের সার্ভারের বদলে ফোনেই সংরক্ষণ করা হবে। তবে এখনই ট্রুকলারের সব ব্যবহারকারী ফোনকল রেকর্ডের সুযোগ পাবেন না। আপাতত শুধু প্রিমিয়াম গ্রাহকরা প্রতি মাসে ৪ ডলার খরচ করে কল রেকর্ড সুবিধা পাবেন। তবে অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা যেকোনো মডেলের স্মার্টফোনেই কল রেকর্ডিংয়ের সুবিধা পাওয়া যাবে। অ্যান্ড্রয়েডে অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ব্যবহারকারীরা সরাসরি কল রেকর্ডিং শুরু করতে ট্রুকলারের ডায়ালার ব্যবহার করতে পারেন। যদি তারা অন্য কোনো ডায়ালার ব্যবহার করে, তাহলে ট্রুকলার একটি ভিজিবল রেকর্ডিং বাটন দেখাবে। সেই বাটনটিতে ক্লিক করলেই কথোপকথন রেকর্ড হতে থাকবে। উল্লেখ্য, ২০১৮ সালে প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য প্রথম কল রেকর্ড সুবিধা চালু করে ট্রুকলার। ২০২১ সালে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এ সুবিধা উন্মুক্ত করা হয়। গুগল নিজেদের এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) ব্যবহারের নীতিমালা পরিবর্তন করায় গত বছর ট্রুকলার অ্যাপে এ সুবিধা বন্ধ হয়ে যায়। ফলে বাধ্য হয়ে নিজেদের অ্যাপ থেকে কল রেকর্ড সুবিধা মুছে ফেলে ট্রুকলার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত