ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বৃহস্পতি গ্রহে বজ্রপাতের ছবি

বৃহস্পতি গ্রহে বজ্রপাতের ছবি

নাসার জুনো মিশন বৃহস্পতি গ্রহে বজ্রপাতের ছবি তুলেছে বলে জানিয়েছে সংস্থাটি। ২০২০ সালের ২০ ডিসেম্বর জুনো বৃহস্পতির ৩১তম নিকটবর্তী উড্ডয়ন সম্পন্ন করে। তখন মহাকাশযানটি এই ছবিটি ধারণ করে। ছবিতে বৃহস্পতির উত্তর মেরুতে একটি ঘূর্ণি দেখা গিয়েছে। নাসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালে নাগরিক বিজ্ঞানী কেভিন এম গিল মহাকাশযানে থাকা জুনোক্যাম যন্ত্রের তথ্য থেকে ছবিটি প্রকাশ করেছেন। ছবিটি তোলার সময় জুনো বৃহস্পতির মেঘের চূড়া থেকে প্রায় ১৯ হাজার ৯০০ মাইল ওপরে ছিল। গ্রহের কাছাকাছি আসার সময় এটি প্রায় ৭৮ ডিগ্রি অক্ষাংশে ছিল।

বৃহস্পতি গ্রহের বজ্রপাত সম্পর্কে ব্যাখ্যা করে নাসা বলেছে যে, পৃথিবীতে বজ্রপাতের উৎপত্তি হয় পানির মেঘ থেকে। প্রায়ই নিরক্ষীয় রেখার কাছাকাছি ঘটে। অন্যদিকে, বৃহস্পতি গ্রহে বজ্রপাত সম্ভবত অ্যামোনিয়া-জলের দ্রবণযুক্ত মেঘেও ঘটে। এটি প্রায়ই মেরুগুলোর কাছাকাছি দেখা যায়। মিশনের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী মাসগুলোতে মহাকাশযানটি বৃহস্পতি গ্রহের আরও কাছ দিয়ে যাবে। যাওয়ার সময় জুনোর কক্ষপথ বৃহস্পতির কাছাকাছি নিয়ে যাবে। যা জুনোর বিজ্ঞান যন্ত্রের জন্য বজ্রপাত ধারণ করার আরও সুযোগ তৈরি করে দেবে। বৃহস্পতি মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম দ্বারা গঠিত। এ ছাড়া, অন্যান্য গ্যাসের চিহ্নও রয়েছে। প্রায় ৮৮ হাজার ৮৫০ মাইল ব্যাসের গ্রহ বৃহস্পতি।

সূর্য থেকে পঞ্চম গ্রহ। এই গ্রহে অনেক ঝড়ও সংঘটিত হয়েছিল। জুনো ২০১৬ সাল থেকে বৃহস্পতিকে প্রদক্ষিণ করছে। এর বায়ুমণ্ডল, অভ্যন্তরীণ কাঠামো, অভ্যন্তরীণ চৌম্বকীয় ক্ষেত্র এবং এর অভ্যন্তরীণ চৌম্বকত্ব দ্বারা সৃষ্ট এর চারপাশের অঞ্চল সম্পর্কে তথ্য সংগ্রহ করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত