ইনস্টাগ্রামে নতুন ২ ফিচার
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি ডেস্ক
এবার ব্যবহারকারীদের জন্য জনপ্রিয় ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম নোটসে এলো আরও দুই নতুন ফিচার। যদিও নোট খুব একটা জনপ্রিয় নয়। এখন আপনি আপনার পছন্দের গান ইনস্টাগ্রাম নোটে সেট করতে পারবেন। এছাড়া, নোটে লেখা শব্দগুলো অনুবাদ করতে পারবেন। ইনস্টাগ্রামে নোট ফিচারটি মেটা ২০২২ সালে চালু করেছিল। এই নোটে আপনি ৬০টি অক্ষর লিখতে পারবেন। এবার এর সঙ্গেই এই নতুন ফিচার দুটি যুক্ত হলো। নোটের যেকোনো লেখা ২৪ ঘণ্টার জন্য থাকে। এটা অনেকটা স্ট্যাটাসের মতোই কাজ করে। আপনার লেখা নোটে অন্য কেউ উত্তরও দিতে পারবে।
মেটার সিইও মার্ক জুকারবার্গ জানিয়েছেন, ব্যবহারকারীরা নোটে শুধুমাত্র ৩০ সেকেন্ড পর্যন্ত মিউজিক ক্লিপ দিতে পারবেন। এছাড়া ব্যবহারকারীরা চাইলে মিউজিকের সঙ্গে টেক্সট নোটও রাখতে পারবেন, যাতে ইমোজিও ব্যবহার করা যাবে। নোট ছাড়াও, কোম্পানিটি আরও একটি ফিচার এনেছে। সেটি হলো নোটস ট্রান্সলেশন ফিচার। এতে আপনি যেকোনো কারও নোট অনুবাদ করে নিজের ভাষায় পড়তে পারবেন।