হোয়াটসঅ্যাপে ইন-অ্যাপ চ্যাট সাপোর্ট ফিচার

প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি ডেস্ক

উইন্ডোজে হোয়াটসঅ্যাপের বেটা (পরীক্ষামূলক) সংস্করণে ‘ইন-অ্যাপ চ্যাট’ সাপোর্ট ফিচার চালু করতে যাচ্ছে মেটা। এটি চালু হলে বেটা ব্যবহারকারীরা কোনো সহযোগিতা চাইলে হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে তার সমাধান নিতে পারবেন। এমনটা জানিয়েছে ডব্লিউএবিটাইনফো। ই-মেইলে সাপোর্টের সুবিধাটিও আগের মতোই থাকছে। তবে এই ফিচারটি ব্যবহারকারী অ্যাপ থেকে বের না হয়েই প্রয়োজনীয় সাপোর্ট নিতে পারবে। যা সময় সাশ্রয়ী এবং সুবিধাজনক বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যম বিজনেস-স্ট্যান্ডার্ড। সুবিধাটি চালু করতে গেলে হোয়াটসঅ্যাপ বেটার সর্বশেষ সংস্করণটি ইনস্টল করে নিতে হবে। তবে সব ব্যবহারকারী এখন না পেলেও খুব শিগগির তা সবার জন্য উন্মুক্ত হবে বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি। পাশাপাশি ড্রয়িং এডিটরে ক্রপ টুলও এনেছে হোয়াটসঅ্যাপ এই মাসের শুরুর দিকে। এর মাধ্যমে ব্যবহারকারী ছবি পাঠানোর আগে হোয়াটসঅ্যাপের এডিটর ব্যবহার করেই ছবি কেটে নিতে পারবে।