‘সঠিক’ থাম্বনেইল খুঁজে দেবে ইউটিউব
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি ডেস্ক
ক্রিয়েটরদের ইউটিউবে পোস্ট করা ভিডিওর ‘সঠিক’ থাম্বনেইল খুঁজে পাওয়াটা এখন আরও সহজ হলো।
ইউটিউব জানিয়েছে, তাদের টেস্ট অ্যান্ড কম্পেয়ার নামে একটি আগের পরীক্ষা করা একটি ফিচারের মাধ্যমে ক্রিয়েটরকে তিনটি থাম্বনেইল দিত এবং এর পেছনে থেকে ইউটিউব দেখত কোনটা সবচেয়ে বেশি ভালো কাজ করে। সম্প্রতি একটি ভিডিও ঘোষণায় ইউটিউব জানায়, তারা সম্প্রতি অল্প কয়েকশ’ ক্রিয়েটারদের নিয়ে একটি পরীক্ষা চালাচ্ছে। আর এর বেটা সংস্করণ আগামী মাসে কয়েক হাজারের উপর চালিয়ে তা ২০২৪ সালে তা বড় আকারে চালু করবে।
প্রতিষ্ঠানটি জানায়, এ/বি টেস্টিং নামে ফাংশনালিটিটি ব্যবহারকারীদের সবচেয়ে বেশি চাওয়া অনুরোধের একটি। বলা যেতে পারে থাম্বনেইল একটি ভিডিওর খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। ভার্জ জানায়, বছর ধরেই অ্যাডভার্টাইজাররা থার্ড পার্টি টুল দিয়ে ব্যবহারকারীদের ওপর ইউটিউব থাম্বনেইলের এ/বি পরীক্ষা চালিয়েছে।