ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কম্পিউটারে থ্রেডস ব্যবহারের উপায়

কম্পিউটারে থ্রেডস ব্যবহারের উপায়

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা সম্প্রতি নতুন সামাজিক মাধ্যম থ্রেডস চালু করেছে। টুইটারের মতোই এটি একটি মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম, যা ডেভেলপ করেছে ইনস্টগ্রাম। অ্যাপের মাধ্যমে এই পরিষেবা বিনামূল্যে ফোনে উপভোগ করা যায়। চাইলে ডেস্কটপ কিংবা ল্যাপটপেও থ্রেডস ব্যবহার করা যায়। থ্রেডস চালুর প্রথম দিন থেকেই এটিকে টুইটারের সঙ্গে তুলনা করা হচ্ছে। আর তারপর থেকেই প্রশ্ন উঠছে এর কোনও ওয়েব ভার্সন আছে কি-না? বর্তমানে এর কোনো ওয়েব ভার্সন নেই। অর্থাৎ আপনি এই অ্যাপটি ল্যাপটপ বা ডেস্কটপে চালাতে পারবেন না। কিন্তু আপনাকে এমন একটি উপায় জানানো হবে, যাতে আপনি ওয়েব ভার্সন ছাড়াও সহজেই আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটারে থ্রেডস অ্যাপ চালাতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক। উইন্ডোজ সেন্ট্রালের প্রতিবেদন অনুসারে, ল্যাপটপে থ্রেডস ব্যবহার করতে, আপনাকে থ্রেডের এপিকে ফাইলটি ডাউনলোড করতে হবে এবং মাইক্রোসফট স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।

কীভাবে ল্যাপটপে বা কম্পিউটারে থ্রেডস ব্যবহার করবেন?

প্রথমে অ্যানড্রয়েড অ্যাপের জন্য উইন্ডো সাব-সিস্টেম খুলুন। তারপর সাইডবারের মাধ্যমে অ্যাক্সেস করুন। এখন টুলস অ্যাপ্লিকেশনটি খুলুন। এখানে আপনি থ্রেডস অ্যাপটি খুঁজে পাবেন। সেটি ইনস্টল করুন। একবার ইনস্টল হয়ে গেলে, আপনি সহজেই ল্যাপটপে থ্রেডস চালাতে পারবেন। তবে মনে রাখবেন, থ্রেড অ্যাপে লগইন করার জন্য আপনার একটি ইনস্টাগ্রাম আইডি লাগবে। সেই আইডি দিলেই আপনি থ্রেডস অ্যাপে লগইন করতে পারবেন। মেটার পক্ষ থেকে এখনও কোনও ওয়েব ভার্সন বের করা হয়নি। কিন্তু তাতেও কম্পিউটার, ল্যাপটপে এই নতুন অ্যাপটি ব্যবহার করা খুবই সহজ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত