এবার অ্যানড্রয়েডে আসছে স্যাটেলাইট কানেক্টিভিটি

প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  তথ্যপ্রযুক্তি ডেস্ক

আইফোনের মতো অ্যানড্রয়েড ফোনেও আসছে স্যাটেলাইট কানেক্টিভিটি। ফোনের জন্য তৈরি অ্যানড্রয়েড ১৪ ভার্সনে পাওয়া যাবে এই সুবিধা। অ্যাপল এই সুবিধাটি দিয়েছিল তাদের আইফোন ১৪ সিরিজে। এবার অ্যানড্রয়েড ব্যবহারকারীরাও সুবিধাটি পেতে যাচ্ছেন। সম্প্রতি অনলাইনে ফাঁস হওয়া একটি প্রতিবেদন অনুযায়ী, গুগল তার অ্যানড্রয়েড ১৪ ভার্সন ব্যবহারকারীদের স্মার্টফোনে স্যাটেলাইট কানেক্টিভিটির সাপোর্ট দিতে চলেছে। ওয়াইফাই বা সেলুলার কভারেজ ছাড়াই এই বৈশিষ্ট্যের মাধ্যমে ব্যবহারকারীরা ইমার্জেন্সি মেসেজ পাঠাতে পারবেন। টুইটারে গুগল পিক্সেল-এর সাম্প্রতিকতম টুইটে অ্যানড্রয়েড ১৪-এর স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচারের উল্লেখ করা হয়েছে। এই ফিচারের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার যে সব ফোনে রয়েছে, সেই সব ফোনেই অ্যানড্রয়েড ১৪ আপডেট করে নিলে স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচারটি ব্যবহার করা যাবে। গুগল পিক্সেল এবং স্যামসাং গ্যালাক্সি সিরিজের ফোনগুলোতে সর্বপ্রথম এই ফিচার দেখা যাবে। স্যাটেলাইট-ভিত্তিক কমিউনিকেশনের জন্য হার্ডওয়্যার সাপোর্টের প্রয়োজন হয়। তাই, তা আপনার ফোনে থাকবে কি-না নির্ভর করবে কোন কোম্পানির ফোন ব্যবহার করেন আপনি এবং তার হার্ডওয়্যার সেটিংস কীরকম।