ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে দ্রুত যা করবেন
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
তথ্যপ্রযুক্তি ডেস্ক
বিশ্বের অন্যতম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো খুবই জনপ্রিয়। সব বয়সি মানুষ ব্যবহার করছেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ আরও অনেক প্ল্যাটফর্ম ব্যবহার করছে। দিন দিন বাড়ছে ব্যবহারকারীর সংখ্যা। সেই সঙ্গে তৈরি হচ্ছে প্রতারণার নানান ফাঁদ। এসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে অ্যাকাউন্ট করা খুবই সহজ কাজ। বাড়তি কোনো জটিলতা ছাড়াই অল্প কিছু তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন। এবং নিরাপত্তার জন্য তেমন কোনো বিশেষ ব্যবস্থাও নেন না অনেকে। যে কারণে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা ঘটে প্রায়ই। শুধু সেলিব্রেটি কিংবা বিশেষ কোনো ব্যক্তিরাই নন, যে কারো অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। এরপর আপনার ব্যক্তিগত তথ্য, ছবি সব চলে যেতে পারে অন্যের হাতে। আপনার অ্যাকাউন্ট, পরিচয় দিয়ে হ্যাকার নানান অপকর্ম করতে পারে। যার দায় আসতে পারে আপনার ওপরই।