মোবাইল বেশি গরম হলে যা করবেন

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  তথ্যপ্রযুক্তি ডেস্ক

দিন দিন শক্তিশালী হচ্ছে মোবাইলের প্রোসেসর। সেইসঙ্গে লম্বা সময় ধরে ব্যবহারের জন্য থাকছে বড় ব্যাটারি এবং দ্রুতগতির চার্জিং প্রযুক্তি। এসব যেমন সুবিধা দিচ্ছে ব্যবহারকারীদের, তেমনি মাঝেমধ্যে সমস্যাও তৈরি করছে। অনেকের মোবাইল একটু ব্যবহারেই গরম হয়ে যায়। মোবাইল গরম হওয়া ঠেকাতে কিছু কাজ করতে পারেন আপনি। এসব কাজে মোবাইলের গরম হওয়া কমতে পারে। ১. ডিলিট করুন জাঙ্ক ফাইল : ফোনে জাঙ্ক ফাইল নিয়মিত ডিলিট করুন। অপ্রয়োজনীয় ফাইলগুলো জমতে থাকলে ফোন গরম হতে পারে। জাঙ্ক ফাইল ডিলিট করার জন্য গুগল ফাইলস গো-এর মতো অ্যাপ ব্যবহার করতে পারেন। থার্ড পার্টি অ্যাপ ব্যবহার না করাই ভালো।

২. ফোন নিয়মিত রিস্টার্ট : অনেক সময় মেমোরিতে প্রয়োজনীয় ফাইল জমতে থাকার কারণেই গরম হয় ফোন। এজন্য দিনে অন্তত একবার ফোন রিস্টার্ট করলে গরম হওয়ার সম্ভাবনা কমে। ফোন গরম হলে সঙ্গে সঙ্গে রিস্টার্ট করলেও সুফল পাবেন।

৩. ক্ষতিকর ভাইরাস : অনেক সময় ফোনে ভাইরাস ও ম্যালওয়্যার প্রবেশ করার কারণে তা গরম হতে থাকে। সেই ক্ষেত্রে ফোন থেকে ভাইরাল ও ম্যালওয়্যার দূর করতে হবে। এই কাজের জন্য ফোনে রাখতে পারেন একটি অ্যান্টিভাইরাস।