ল্যাপটপ যত্নে যা করবেন

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  তথ্যপ্রযুক্তি ডেস্ক

ঝামেলা ছাড়াই দীর্ঘদিন ল্যাপটপ ব্যবহার করার জন্য নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন। ল্যাপটপে কোনো ত্রুটি ধরা পড়ার পর তা মেরামত করতে হবে। আগে থেকে সতর্ক থাকলে অনেক ক্ষেত্রেই এসব সমস্যা এড়িয়ে চলা সম্ভব। ল্যাপটপ থেকে যে কোনো তরল দূরে রাখতে হবে। ল্যাপটপের কাছে চা, কফি, পানি বা অন্য কোনো তরল পান করতে গিয়ে হঠাৎ দুর্ঘটনা ঘটে যেতে পারে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার ভাইরাসের বিরুদ্ধে সেরা প্রতিরক্ষক। নিয়মিত অ্যান্টিভাইরাস দিয়ে ল্যাপটপ স্ক্যান করে ভাইরাস থেকে দূরে থাকা সম্ভব। ল্যাপটপ থেকে খাবার দূরে রাখতে হবে। ল্যাপটপের ওপরে খাবার রাখলে সার্কিট ক্ষতিগ্রস্ত হতে পারে। পোষ্য প্রাণী যেখানে আছে, সেখানে ল্যাপটপ ব্যবহারে সতর্ক থাকতে হবে। তাদের লোম ও চুল ল্যাপটপের ভেতরে ঢুকে ক্ষতি করতে পারে। ল্যাপটপ সব সময়ই এমন জায়গায় ব্যবহার করা উচিত, যেখানে বাতাস চলাচলের সুব্যবস্থা থাকে। ফলে ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে যাওয়ার ঝুঁকি কমে যায়।