নাসার ক্যামেরায় সবচেয়ে দূরের নক্ষত্র
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
তথ্যপ্রযুক্তি ডেস্ক
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবার পৃথিবী থেকে সবচেয়ে দূরের নক্ষত্রকে ক্যামেরাবন্দি করেছে। টেলিস্কোপে পাওয়া নক্ষত্রের জমকালো ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছে নাসা। এতে ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যা দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন বিশ্বের অনেক বড় বড় জ্যোতির্বিজ্ঞানীরা। এই সময়ের খবরে বলা হয়, ছবিটি ক্যামেরাবন্দি করে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এতে এনআইআরক্যাম নামে একটি ক্যামেরায় বিশেষ ধরনের জুম ব্যবহার করে ছবিবন্দি করা হয়। এদিকে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের পাঠানো ছবি ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন মার্কিন মহাকাশ বিজ্ঞানীরা। নক্ষত্রটিকে অতি উজ্জ্বল ও অস্বাভাবিক গরম তারা হিসেবে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। এর উপর ভাগের উষ্ণতা সূর্যের চেয়ে বেশি বলেও জানিয়েছে নাসা।