স্মার্টফোন দ্রুত চার্জ করতে চান?

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রয়োজনের সময় স্মার্টফোনের ব্যাটারি শেষ হলে সমস্যার শেষ থাকে না। অনেক সময় নিজের ভুলে স্মার্টফোন চার্জে দেরি হয়। ওয়াইফাই, ব্লুটুথ বন্ধ রাখুন, ফোন চার্জিংয়ের সময় ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, হটস্পটের মতো ব্যাটারি নষ্ট করে এমন সব ফিচার বন্ধ রাখুন। এই উপায়ে দ্রুত চার্জ করতে পারবেন স্মার্টফোন। ওয়াল চার্জার ব্যবহার : ইউএসবি পোর্টের মাধ্যমে চার্জিংয়ে খুব বেশি গতি পাওয়া যায় না। এই কারণে ওয়াল চার্জার ব্যবহার করে ফোন চার্জ করুন। আসল ক্যাবল ব্যবহার : আসল ক্যাবলের মাধ্যমে ফোন চার্জ করার চেষ্টা করুন। বাজার থেকে কেনা কম দামের ক্যাবল চার্জিং স্পিড অনেকটা কমে যায়। ব্যাকগ্রাউন্ড অ্যাপ : চার্জিংয়ের সময় ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো বন্ধ রাখুন।