ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

স্মার্টফোনে স্টোরেজ ফুল?

স্মার্টফোনে স্টোরেজ ফুল?

স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড বা ছবি তুলতে গেলেই স্টোরেজ ফুল দেখায়। কিন্তু অনেক সময় দেখা যায়, মেমোরি থাকা সত্ত্বেও ফোনের মেমোরি ফুল হয়ে যায়। স্মার্টফোনের অপারেটিং সিস্টেমে অনেক সময় বেশ কিছু টেম্পোরারি ফাইল জমা হয়ে যায়, যা ফোনের স্টোরেজে বাড়তি চাপ সৃষ্টি করে। তাই নিয়মিত অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ক্যাশ ফাইল ডিলিট করতে হবে। ফলে স্টোরেজ কিছুটা ফাঁকা হবে। স্মার্টফোনের স্টোরেজের একটি বিশাল জায়গা দখল করে থাকে ছবি ও ভিডিও। তাই ছবিপ্রেমীদের কাছে স্টোরেজ সংকট প্রায়ই দেখা যায়। নিজের স্মার্টফোনের স্টোরেজের ওপর চাপ কমাতে গুগল ফটোস ব্যবহার করা যেতে পারে। এক্সটার্নাল মেমোরি কার্ডে ইনস্টল করা সব অ্যাপ ডেটা ট্রান্সফার করেও ফোন মেমোরি ফাঁকা করা যায়। এ জন্য সেটিংস অপশনে গিয়ে ইনস্টল করা অ্যাপের স্টোরেজে ক্লিক করলে মুভ টু এসডি কার্ড বাটন পাওয়া যাবে। বাটনে ক্লিক করলেই অ্যাপের সব ডেটা মেমোরি কার্ডে চলে যাবে। ফলে ফোন মেমোরির ওপর চাপ পড়বে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত