এখন ডেস্কটপেও ব্যবহার করা যাবে থ্রেডস

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  তথ্যপ্রযুক্তি ডেস্ক

টুইটারকে টেক্কা দিতে মেটার থ্রেডস এসেছে গত মাসে। মাত্র কয়েক ঘণ্টায় ১০০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী হওয়ায় রেকর্ড করেছিল থ্রেডস। সেই সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে। টুইটারের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে থ্রেডস একের পর এক ফিচার আনছে। এতদিন অ্যান্ড্রয়েডে থ্রেডস ব্যবহার করা যেত। এখন ওয়েব ভার্সনে অর্থাৎ আপনার ডেস্কটপ বা ল্যাপটপেও থ্রেডস ব্যবহার করতে পারবেন। ট্যুইটার বর্তমানে যার নাম ‘এক্স’ সেই মাধ্যমে রয়েছে ওয়েব ভার্সান। তাই থ্রেডসের ক্ষেত্রেও ওয়েব ভার্সন চালু করা খুবই জরুরি হয়ে পড়েছে।