স্মার্টফোনের প্রাণ অ্যাপস। নানা অ্যাপসে ভরা থাকে ফোন। এগুলোর কোনোটা দরকারি, কোনোটা বিনোদন দেয়। কোনোটা আবার এমনি এমনিই ফোনে রেখেছেন। আপনি কি জানেন, সারা বিশ্বে সবচেয়ে বেশি কোন অ্যাপসগুলো ডাউনলোড করা হয়? অর্থাৎ সব থেকে বেশি জনপ্রিয় অ্যাপস কোনগুলো? গত ৩ বছর ধরে, টিকটক সারা বিশ্বে একটি জনপ্রিয় অ্যাপ হয়ে উঠেছে। এর ব্যবহারকারীর সংখ্যা কোটিতে। এরপর ইনস্টাগ্রাম এবং ফেসবুক বিশ্বব্যাপী ব্যবহৃত জনপ্রিয় অ্যাপ। আজকাল মোবাইল ফোন ব্যবহারকারীদের অধিকাংশের ফোনেই এই অ্যাপ ইনস্টল করা রয়েছে। সারা বিশ্বে হোয়াটসঅ্যাপও ব্যাপকভাবে জনপ্রিয়। ফলে অ্যাপটি নতুন নতুন ফিচার যোগ করে চলেছে। এই অ্যাপের মাধ্যমে একে অপরকে টাকা পাঠানো যায়। যোগাযোগের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অ্যাপ হয়ে উঠেছে। টিকটকের মতো ক্যাপকাট অ্যাপটিও বেশ জনপ্রিয়। এই অ্যাপটিতে ছোট ভিডিও তৈরি করা যায়। এমনকি সেগুলো এডিটও করা যায়। এরপর টেলিগ্রামও সারা বিশ্বে জনপ্রিয়। সম্প্রতি সংস্থাটি বিশ্বব্যাপী স্টোরি ফিচার চালু করেছে। ব্যবহারকারীরা ৪৮ ঘণ্টার জন্য টেলিগ্রামে স্টোরি সেট করতে পারবেন। স্ন্যাপচ্যাট এবং স্পোটিফাই জনপ্রিয় অ্যাপগুলোর মধ্যে রয়েছে। স্পোটিফাই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দের অডিও শুনতে পারবেন।