ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভিডিও চ্যাট করা যাবে টুইটারেও

ভিডিও চ্যাট করা যাবে টুইটারেও

মার্কিন ধনকুবের ইলন মাস্কের হাতে গিয়ে টুইটার হয়ে গেছে ‘এক্স’। এমন অবাক করা সিদ্ধান্তের পর পরিবর্তন ও ফিচার যুক্ত হয়েছে জনপ্রিয় সামাজিক এ মাধ্যমটিতে। এবার সর্বশেষ সংযোজন আসছে আরো নতুন ফিচার। মেটাকে টেক্কা দিতে ‘এক্স’-এ আসছে অডিও-ভিডিও কলের সুবিধা। কেননা ‘এক্স’ এর মূল প্রতিদ্বন্দ্বী মেটার অধীনে থাকা একাধিক সামাজিক মাধ্যমেই অডিও-ভিডিও কলের ব্যবস্থা আগে থেকেই রয়েছে। জানা গেছে, ব্যবহারকারীরা ব্যক্তিগত ফোন নম্বর প্রকাশ্যে না এনেই কথা বলতে পারবেন এতে। শিগগিরই ‘এক্স’-এ (পূর্বতন টুইটারে) এই ফিচার আসছে বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। এদিকে কয়েকদিন আগে এক্স জানায়, আইওএস বা অ্যান্ড্রয়েড সব ধরনের ফোনেই মিলবে নতুন অডিও-ভিডিও কলের সুবিধা। এছাড়াও ডেস্কটপ বা ম্যাকবুকের মতো গ্যাজেট থেকেও ব্যবহারকারীরা কল করতে পারবেন। ডিএম বা ডাইরেক্ট মেসেজ অপশন থেকেই এ কল করা যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত