ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ছুটির দিনে কী করবেন জানাবে মেটা এআই

ছুটির দিনে কী করবেন জানাবে মেটা এআই

মেটা তার মেসেঞ্জার পরিষেবায় ব্যবহার করার জন্য চ্যাটবট নিয়ে আসছে। এই চ্যাটবট হবে ‘ব্যক্তিত্ব সম্পন্ন’। ছুটির দিনে কী করবেন? কী রান্না করবেন? বিশেষজ্ঞ হিসেবে এমন পরামর্শও দেবে এই চ্যাটবট। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মেটার এক ইভেন্টে জুকারবার্গ বলেছিলেন, ‘এআইয়ের জন্য একটি আশ্চর্যজনক বছর! চ্যাটবটগুলো এখনও ‘সীমাবদ্ধতার সাথে’ কাজ করছে।’ প্রতিষ্ঠানটি তার চ্যাটবটকে ‘মেটা এআই’ বলে পরিচিত করছে। যা মেসেজিংয়ে ব্যবহার করা হতে পারে। উদাহরণস্বরূপ, ব্যবহারকারীরা ‘মেটা এআই’ এর কাছে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন। জুকারবার্গ বলেছেন, ‘এটি শুধু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসবে না। এটি বিনোদনের অনুষঙ্গ হবে।’ মেটা জানিয়েছে, এনএফএল তারকা টম ব্র্যাডি ‘ব্রু’ নামে একটি এআই চরিত্রে অভিনয় করবেন। ক্রীড়া বিতার্কিক এবং ইউটিউব তারকা মিস্টার বিস্ট ‘জাচ’ চরিত্রে অভিনয় করবেন। জুকারবার্গ বলেছেন, ‘বটগুলো কী উত্তর দিতে পারে সে সম্পর্কে এখনও ‘অনেক সীমাবদ্ধতা’ রয়েছে।’ খুব শিগগিরই এই চ্যাটবট মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাথমিকভাবে চালু হবে। এদিকে মেটাভার্স নিয়েও কাজ করছেন মার্ক জুকারবার্গ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত