টেক জায়ান্ট অ্যাপল এই প্রথম ম্যাগনেটিক সিস লাগানো পেনসিল আনছে। এটি একটি স্মার্ট পেনসিল। যদিও এটি আর পাঁচটা স্মার্ট পেনসিলের থেকে একেবারেই আলাদা। এতে থাকতে পারে ইন্টারচেঞ্জেবেল ম্যাগনেটিক টিপ, ইউএসবি টাইপ কানেকশন। আর কী কী তথ্য জানা যাচ্ছে জানুন। এই স্মার্ট পেনসিলের সঙ্গে অ্যাপল নতুন আইপ্যাড আনতে পারে। নতুন পেনসিলটি হবে অ্যাপল পেনসিল ৩ মডেল। পেনসিল ২ এর উত্তরসূরি হিসাবে এই গ্যাজেট বাজারে আনতে পারে অ্যাপেল। নতুন অ্যাপেল পেনসিলের বিশেষত্ব কী? অ্যাপেল পেনসিলের মূল আকর্ষণ হতে পারে, তার ইন্টারচেঞ্জেবেল ম্যাগনেটিক টিপ। অর্থাৎ পেনসিলের ডগায় যে সিস থাকে তা বদল করা যাবে। বহুমুখী ম্যাগনেটিক সিস থাকবে এতে। কেউ যদি শুধুমাত্র নোট লেখার জন্য ব্যবহার করেন,তাহলে পাতলা সিস থাকবে, আবার শিল্পীদের জন্য মোটা সিস দেওয়া হবে। এই সিসগুলো একই আকার এবং আকৃতির হবে যাতে সহজে প্রতিস্থাপন করা যায়। এই পেনসিলের ডিজাইন রাউন্ড শেপের হতে পারে সঙ্গে গ্লসি ফিনিশ। যা ব্যবহারকারীর আকর্ষণ ধরে রাখবে। শুধু তাই নয়, এই পেনসিলে পাওয়া যাবে ইউএসবি টাইপ-সি কানেকশন। এর আগে যে দুটো পেনসিল বাজারে এনেছিল অ্যাপেল, তার মধ্যে প্রথমটি শুধু কম দামী আইপ্যাডে ব্যবহার করা যেত, দ্বিতীয় জেনারেশনটি যদিও সমস্ত আইপ্যাডে ব্যবহার করা যায়। তবে তৃতীয় জেনারেশনের যে পেনসিল আসছে তাতে থাকবে ইউএসবি কানেকশন। এটি অ্যাপেলের প্রায় সমস্ত ডিভাইসেই সাপোর্ট করবে। কালো এবং সাদা রঙে পেনসিলটি পাওয়া যাবে। সংবাদমাধ্যম ব্লুম্বার্গের রিপোর্ট অনুযায়ী, এই সপ্তাহেই নতুন কিছু ডিভাইস ঘোষণা করতে পারে অ্যাপেল।