নতুন এক চাঁদের সন্ধান!
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি ডেস্ক
মহাকাশে নতুন এক চাঁদের সন্ধান মিলল। এই চাঁদ খুঁজে পেয়েছে নাসার মহাকাশযান লুসি। ২০২১ সালে লুসিকে পৃথিবী থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। ২০২৭ সালে বৃহস্পতির গ্রহাণুগুলোর কাছে পৌঁছবে সেটি। অন্তত ছয় বছর ধরে সেগুলো নিয়ে গবেষণা চালানো হবে। মূলত বৃহস্পতি গ্রহ নিয়ে কাজ করতেই লুসিকে পাঠানো হয়েছিল। বৃহস্পতি গ্রহের পাশে একটি গ্রহাণুর সন্ধান দেয় লুসি। এই গ্রহাণুর নাম ‘দিনকিনেশ’। এই গ্রহাণুটিকে ঘিরেই নতুন এক চাঁদের খোঁজ দেয় লুসি। গ্রহাণুটির চার পাশে ঘুরছে ছোট্ট একটি চাঁদ। মহাকাশযান লুসি গত বুধবার দিনকিনেশের কাছ দিয়ে উড়ে যাচ্ছিল। দিনকিনেশের অবস্থান তখন মঙ্গল গ্রহের কাছে, সৌরজগতের প্রধান গ্রহাণু-বলয়ে। যথারীতি দিনকিনেশের ছবি ও তথ্য সংগ্রহ করে লুসি। তার পর তা পৃথিবীতে পাঠিয়েও দেয়। এবং বিজ্ঞানীরা সাগ্রহে সেগুলো যাচাই করতে বসে যান। পরীক্ষা করে দেখা যায়, দিনকিনেশের আয়তন ৭৯০ মিটারের মতো, এর চাঁদটির আয়তন ২২০ মিটার! নিজের সেই গন্তব্যে যাওয়ার পথেই দিনকিনেশের ছবি তোলে লুসি মহাকাশযান।
দিনকিনেশ নামটির দারুণ এক ইতিহাস রয়েছে। সত্তরের দশকে ইথিওপিয়ায় মানুষের পূর্বপুরুষের, মানে আদিম মানুষের ৩২ লাখ বছরের পুরনো দেহাবশেষ পাওয়া গিয়েছিল।
সেটির নাম দেওয়া হয়েছিল ‘দিনকিনেশ’। সেই নামটিকেই নাসা ফিরিয়ে আনে।