অ্যান্ড্রয়েড ফোনে চলবে হাই রেজল্যুশনের ভিডিও

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি ডেস্ক

অ্যান্ড্রয়েড ফোনে ১০৮০ পিক্সেল রেজল্যুশনে ভিডিও দেখার সুবিধা নিয়ে এল ইউটিউব। গত আগস্টে আইওএস ডিভাইসে এই ফিচার ছাড়া হয়।

এখন থেকে অ্যান্ড্রয়েড ফোনসহ ওয়েব ও স্মার্ট টিভিতেও এই সুবিধা পাওয়া যাবে। শুধু ইউটিউব প্রিমিয়ামের গ্রাহকরা ফিচারটি ব্যবহার করতে পারবেন। ইউটিউবের নতুন ফিচারটি ভিডিওয়ের সেটিংসের কোয়ালিটি অপশনে পাওয়া যাবে। এই অপশন থেকে পছন্দ অনুযায়ী ভিডিওয়ের রেজল্যুশনে নির্বাচন করা যায়। ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রাইবাররা সব ধরনের মডেলে ফিচারটি ব্যবহার করতে পারবে।

এই বছরে ইউটিউব প্রিমিয়ামের দাম বাড়ানো হয়। তবে এই ক্ষতি পুষিয়ে দিতে নতুন নতুন ফিচার প্রিমিয়াম গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এই প্ল্যাটফর্ম।