ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফেসবুকে ইনঅ্যাকটিভ বন্ধুদের আনফ্রেন্ড করুন সহজেই

ফেসবুকে ইনঅ্যাকটিভ বন্ধুদের আনফ্রেন্ড করুন সহজেই

বিশ্বের অন্যতম জনপ্রিয় টেক জায়ান্ট মেটা। যার অধীনে আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মত জনপ্রিয় সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।

বিশ্বের প্রায় প্রতিটি দেশেই আছে ফেসবুকের ব্যবহারকারী। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ফেসবুক। বিশ্বজুড়ে রয়েছে অসংখ্য ব্যবহারকারী। যার সংখ্যা বেড়েই চলছে। এটি এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে মাত্র এক ক্লিকেই নতুন কাউকে বন্ধু করে নেওয়া সম্ভব। তবে আমাদের বেশির ভাগেরই ফেসবুক ফ্রেন্ডলিস্টে এমন অনেকে আছেন, যাদের সঙ্গে কখনো দেখা কিংবা মেসেজে কথা হয়নি। তবে একে অন্যের পোস্টে রিঅ্যাক্ট বা কমেন্টের মাধ্যমে অনেকের সঙ্গেই যোগাযোগ থাকে। আপনার ফ্রেন্ডলিস্টে এমন অনেকেই রয়েছেন যাদের সঙ্গে আপনার কখনই কোনো যোগাযোগ তৈরি হয়নি। অথবা একটা সময় থাকলেও এখন তাদের সঙ্গে কোনো পোস্টে কমেন্ট, রিঅ্যাক্ট আদান-প্রদান হয় না। এরকম বন্ধুদের তো আর খুঁজে খুঁজে বের করা সম্ভব নয়! ফ্রেন্ডলিস্টের হাজার হাজার বন্ধুর মাঝে কার পোস্টে রিঅ্যাক্ট করলেন না, তা খুঁজে বের করা বা মনে রাখা আসলেই কঠিন। অবশ্য এই কঠিন কাজটি সহজ করে দিয়েছে স্বয়ং ফেসবুকই। বিগত তিন মাসে আপনার বন্ধু তালিকার কাদের সঙ্গে আপনার কোনো রকম যোগাযোগই হয়নি, তার তালিকা আপনার সামনে তুলে ধরছে ফেসবুক। সেসব অপ্রয়োজনীয় অ্যাকাউন্টগুলোকে আনফ্রেন্ড করে নতুনদের বন্ধু বানাতে পারেন। দেখে নিন খুব সহজেই কীভাবে আন অ্যাকটিভ, ডিঅ্যাকটিভেটেড সব ফেসবুক ফ্রেন্ডকে মার্ক করে আনফ্রেন্ড বা আনফলো করতে পারবেন-১) প্রথমেই আপনার ফোনে ফেসবুক অ্যাকাউন্টটি লগইন করুন। ২)এবার আপনার ফ্রেন্ডলিস্টে যান। ৩) সি অল ফ্রেন্ডস অপশনে ক্লিক করুন। ৪) এরপর পাবেন ম্যানেজ অপশন, সেটিতে ক্লিক করে এগিয়ে যান। ৫) লিস্ট ইন্টারেকটেড উইথ অপশনে ক্লিক করুন। এখানে যাদের নাম আসবে তারা গত ৩ মাসে সবচেয়ে কম লাইক কমেন্ট করেছে বা ইনবক্সে ম্যাসেজ দিয়েছে, আপনিও তাদের পোস্টে কম লাইক কমেন্ট করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত