স্মার্টফোন ফটোগ্রাফি

ভালো ছবি তোলার কৌশল

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি ডেস্ক

মোবাইলে ছবি তোলা এখন বর্তমান সময়ের সব থেকে বহুল ব্যবহৃত বর্তমানের স্মার্টফোনগুলোতে যুক্ত হচ্ছে শক্তিশালী সব ক্যামেরা ইউনিটের, যা আগের চাইতে স্মার্টফোনে ছবি তোলার হার অনেক অংশেই বাড়িয়ে দিয়েছে। বর্তমানে অনেকেই পয়েন্ড অ্যান্ড শুট ক্যামেরাগুলোর পরিবর্তে ভালো একটি স্মার্টফোন কিনে নিচ্ছেন যাতে করে কথা বলার পাশাপাশি টুক-টাক ছবি তোলার কাজও সেরে নেয়া যায়। ডিএসএলআর ক্যামেরাকে পাশ কাটিয়ে এখন ফোনেই তোলা হচ্ছে ছবি। এখনকার ফোনগুলোতে ভালো মানের ক্যামেরা রয়েছে। ফলে স্মার্টফোন ফটোগ্রাফি জনপ্রিয় হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ার যুগে ফটোগ্রাফির চাহিদা প্রচুর পরিমাণে বেড়েছে। তার একটি বড় কারণ হলো মোবাইল ফটোগ্রাফি ক্যামেরার চেয়ে অনেক সহজ। ফলে বর্তমানে স্মার্টফোনের ক্যামেরাও অনেক উন্নত করা হচ্ছে। অনেকেই মনে করেন ফোনে ভালো ছবি তোলা যায় না। তবে তার জন্য বিশেষ কিছু উপায় রয়েছে। কিছু ফটোগ্রাফি টিপস রয়েছে, যার সাহায্যে, আপনি একটি সাধারণ ফোন দিয়েও দুর্দান্ত ছবি তুলতে পারবেন। আপনাকে এমন কিছু টিপস জানানো হবে, যাতে খুব সহজেই একটি দুর্দান্ত ছবি তুলে ফেলতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক। সঠিক সময় বেছে নিন: ভালো ফটোগ্রাফির জন্য সঠিক সময় ঠিক করুন। যেমন সকালের আলোয় সব সময় ভালো ছবি ওঠে। তাই চেষ্টা করুন যতটা সম্ভব বেশি আলোয় ছবি তোলা। ফোকাসিং সিলেক্ট করুন: সঠিক ফোকাস পেতে ট্যাপ ফোকাস ব্যবহার করুন। অর্থাৎ যে জিনিসটির ছবি তুলছেন, তা ফোকাসে থাকা প্রয়োজন। ঠিকমতো ফোকাস করতে পারলেই দুর্দান্ত ছবি তুলতে পারবেন। দূরত্ব বজায় রাখুন- যে ছবিটা তুলবেন চেষ্টা করবেন, তার থেকে কিছুটা দূরত্ব বজায় রাখার। এতে ছবি ভালো আসবে। তবে ছবি তোলার সময় আপনাকে বুঝে নিতে হবে, কোন ছবিটা কাছ থেকে তুললে ভাল আসবে। আর কোনটা দূর থেকে। সেটা বুঝে নিয়ে ছবি তুললেই একটি দুর্দান্ত ছবি তুলে ফেলতে পারবেন। ক্যামেরা সেটিংস ঠিক করুন- আপনার স্মার্টফোন ক্যামেরার সেটিংস বুঝুন এবং সময়ে সময়ে সেগুলো কাস্টমাইজ করুন। তার মধ্যে রয়েছে ছবির আকার, এক্সপোজার এবং হোয়াইট ব্যালেন্স। এছাড়াও, আপনি এটিতে ফিল্টারও ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন ছবি সুন্দর করার জন্য তাতে ফিল্টার দেওয়ার প্রয়োজন। কোন ছবিতে কী ধরনের ফিল্টার ব্যবহার করতে হবে, তা আপনি এডিট করতে করতেই বুঝে যাবেন। কারণ ফটো এডিটিংও ফটোগ্রাফির একটি অংশ। এর সাহায্যে, আপনি ফটোতে রঙ, আলো, ফিল্টারের মতো পরিবর্তন করতে পারেন।