নতুন বছরের হোয়াটসঅ্যাপ

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি ডেস্ক

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীর অভিজ্ঞতা ভালো করতে বিভিন্ন সময় অনেক ফিচার যুক্ত করে প্ল্যাটফর্মটি। আবার কিছু ফিচার বন্ধও করে দেয়। শোনা যাচ্ছে, ২০২৪ সাল থেকেই বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপের ফ্রি স্টোরেজ পরিষেবা। নতুন বছরের শুরুতেই ব্যবহারকারীদের গুগল ড্রাইভ স্টোরেজে হোয়াটসঅ্যাপ ডাটা গণনা শুরু হবে, অ্যান্ড্রয়েডে বিটা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এ মাস থেকেই পরিবর্তনগুলো দেখতে শুরু করবেন। ব্যবহারকারীরা দুটি বার্তা বক্সে দেখতে পাবেন যে, হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপে তাদের চ্যাট, ফটো এবং ভিডিওগুলো পরিচালনা করার জন্য ব্যবহারকারীদের যথেষ্ট সময় দিচ্ছে। হোয়াটসঅ্যাপেরও একটি ডেডিকেটেড হেল্প পেজ সেটআপ রয়েছে, যেখানে এই পরিবর্তনগুলো কার্যকর হওয়ার জন্য ব্যবহারকারীদের একটি মোটামুটি টাইমলাইনও দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপে এমনকি একটি স্টোরেজ পর্যালোচনা বিকল্প রয়েছে, যা ব্যবহারকারীদের তাদের হোয়াটসঅ্যাপে ডাটা এরই মধ্যে কতটা স্টোরেজ ব্যবহার করছে তা জানাবে। ব্যবহারকারীরা অতিরিক্ত চার্জ ছাড়াই তাদের ডেটার ব্যাক-আপ নেওয়া চালিয়ে যেতে পারেন, যতক্ষণ না তাদের গুগল অ্যাকাউন্টের সঙ্গে অন্তর্ভুক্ত ১৫জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ শেষ হচ্ছে। তবে এই স্টোরেজ শেষ হলেই কিনতে হবে স্টোরেজ। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীদের তাদের হোয়াটসঅ্যাপ ডাট স্টোরেজ পরিচালনা শুরু করতে হবে বা তাদের সব ডাটা রাখার জন্য গুগল ড্রাইভের জন্য অতিরিক্ত অর্থ প্রদান করতে প্রস্তুত হতে হবে। গুগল ড্রাইভ প্ল্যানগুলো ১০০ জিবি থেকে শুরু হয় এবং ব্যবহারকারীদের ফটো এবং ভিডিও বড় হলে, ড্রাইভ স্টোরেজে বিনিয়োগ করতে হবে।