ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

যে ভুলগুলো আয়ু কমিয়ে দিচ্ছে স্মার্টফোনের

যে ভুলগুলো আয়ু কমিয়ে দিচ্ছে স্মার্টফোনের

বর্তমানে আমাদের সার্বক্ষণিক সঙ্গী স্মার্টফোন। কিন্তু সঠিকভাবে কতজন ব্যবহার করি? সেই সংখ্যাটা বোধহয় খুবই কম। মনে রাখবেন, একটা স্মার্টফোন আপনি কতদিন টিকিয়ে রাখতে পারছেন, তা কিন্তু একমাত্র আপনার হাতেই রয়েছে। সম্প্রতিই যদি ফোন কিনে থাকেন, সেক্ষেত্রে প্রথম থেকেই কিছু নিয়ম জেনে রাখা দরকার আপনার। তাতে, আপনার সদ্য কেনা ফোনটার আয়ু বাড়বে তো বটেই, এছাড়া আপনাকে সেই ফোন নিয়ে বার বার মেকানিকের কাছে বা সার্ভিস সেন্টারে দৌড়াতে হবে না। স্মার্টফোনের যে ছয়টি ভুল আমরা করে থাকি, সেগুলোই একবার জেনে নিন। শুধু জেনে নিলেই হবে না, তারপর সেগুলো এড়িয়েও চলতে হবে। ১. সফটওয়্যার আপডেট অগ্রাহ্য- মাস ছয়েক আগেই হয়তো আপনার ফোনে সফটওয়্যার আপডেট এসে পৌঁছেছিল। কিন্তু আমরা গুরুত্ব দিইনি। সফটওয়্যার যথাসময়ে আপডেট না করলে সাইবার ঝুঁকি বেড়ে যায়। তাই, অত্যন্ত গুরুত্ব দিয়ে যথাসময়ে ফোনের সেটিংসে গিয়ে সফটওয়্যার আপডেট করে নেওয়া উচিত। ২. অননুমোদিত তার এবং চার্জার ব্যবহার- অনেক সময় চার্জারের দাম বেশি হওয়ার ফলে আমরা অথোরাইজড বা অনুমোদিত চার্জার এড়িয়ে চলি। বাজার থেকে একটা সস্তার চার্জার কিনে বসি, যা আখেরে ফোনের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত